নাজমুল আবেদীন ফাহিম
তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে।
ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে।
এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি।
কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সম্প্রতি তারা আমাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং মানসিকভাবে মনে হয় আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলেছি, ওখান থেকে আমাদের অনেক মানসিক শক্তি অর্জন হয়েছে তা নয়। যদি মানসিকভাবে ঠিক থাকতে পারে ক্রিকেটাররা, চাপ সামলাতে পারে, জেতা সম্ভব হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে পরের ম্যাচগুলো তুলনামূলক সহজ হবে। দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, নেদারল্যান্ডস ও নেপাল আছে।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে।
ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে।
এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি।
কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সম্প্রতি তারা আমাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং মানসিকভাবে মনে হয় আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলেছি, ওখান থেকে আমাদের অনেক মানসিক শক্তি অর্জন হয়েছে তা নয়। যদি মানসিকভাবে ঠিক থাকতে পারে ক্রিকেটাররা, চাপ সামলাতে পারে, জেতা সম্ভব হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে পরের ম্যাচগুলো তুলনামূলক সহজ হবে। দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, নেদারল্যান্ডস ও নেপাল আছে।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
১০ ঘণ্টা আগেবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
১০ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর...
১০ ঘণ্টা আগেভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু যে সিরিজে ভরাডুবির কারণে ভারত ২০২৩-২৫ চক্রের ফাইনাল ভারত খেলতে পারল না, সেটা নিয়ে আলোচনা কি এত সহজে থামে? বোর্ডার-গাভাস্কার ট্রফি...
১১ ঘণ্টা আগে