ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। ক্যারিবীয় টেস্ট দলকে চার বছর ধরে নেতৃত্ব দেওয়া ব্রাথওয়েটের সরে যাওয়ার কথা গতকাল জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবেও বলে জানিয়েছেন সিডব্লিউআই।
ব্রাথওয়েটের সরে দাঁড়ানোর পাশাপাশি শাই হোপকে ওয়ানডে দলের নেতৃত্বের পাশাপাশি টি-টোয়েন্টি দলেরও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিডব্লিউআইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাথওয়েট চলতি বছরের শুরুর দিকে বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, যাতে দলে সহজেই একটা পরিবর্তন আনা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই অধিনায়ক পদে ইস্তফা দিলেন ব্রাথওয়েট, যাতে নতুন অধিনায়ক দল পরিচালনায় মানসিকভাবে গুছিয়ে ওঠার জন্য সময় পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সিরিজ শুরু হবে ২৫ জুন।
৯৮টি টেস্ট খেলা ব্রাথওয়েট নেতৃত্ব ছাড়লেও ব্যাটার হিসেবে খেলে যাবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ২০২১ সালের মার্চে ব্রাথওয়েট টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর বেশ কয়েকটি ঐতিহাসিক সাফল্য অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে আছে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় (ব্রিসবেন ২০২৪), ৩৪ বছর পর পাকিস্তানে একটি টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ সমতায়ে ফেরা, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় (২০২২) এবং বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় (২০২১)।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। ক্যারিবীয় টেস্ট দলকে চার বছর ধরে নেতৃত্ব দেওয়া ব্রাথওয়েটের সরে যাওয়ার কথা গতকাল জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবেও বলে জানিয়েছেন সিডব্লিউআই।
ব্রাথওয়েটের সরে দাঁড়ানোর পাশাপাশি শাই হোপকে ওয়ানডে দলের নেতৃত্বের পাশাপাশি টি-টোয়েন্টি দলেরও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিডব্লিউআইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাথওয়েট চলতি বছরের শুরুর দিকে বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, যাতে দলে সহজেই একটা পরিবর্তন আনা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই অধিনায়ক পদে ইস্তফা দিলেন ব্রাথওয়েট, যাতে নতুন অধিনায়ক দল পরিচালনায় মানসিকভাবে গুছিয়ে ওঠার জন্য সময় পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সিরিজ শুরু হবে ২৫ জুন।
৯৮টি টেস্ট খেলা ব্রাথওয়েট নেতৃত্ব ছাড়লেও ব্যাটার হিসেবে খেলে যাবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ২০২১ সালের মার্চে ব্রাথওয়েট টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর বেশ কয়েকটি ঐতিহাসিক সাফল্য অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে আছে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় (ব্রিসবেন ২০২৪), ৩৪ বছর পর পাকিস্তানে একটি টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ সমতায়ে ফেরা, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় (২০২২) এবং বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় (২০২১)।
বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ‘কড়া হেডমাস্টার’ ট্যাগ জুড়ে গিয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের নামের পাশে। নিয়ম-শৃঙ্খলার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে কিছুটা ভিন্ন ধরনের সংস্কৃতি চালু করেছিলেন হাথুরু। যেগুলো আবার বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের অজানা।
৩০ মিনিট আগেযতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচনা হয় নাজমুল হোসেন শান্তকে নিয়ে। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
১ ঘণ্টা আগেবড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।
২ ঘণ্টা আগেপ্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগতও বাদ থাকে কী করে। মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
২ ঘণ্টা আগে