ক্রীড়া ডেস্ক
পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৪৩৩ রান তাঁর। টুর্নামেন্টের এবারের সংস্করণেও দারুণ ছন্দে আছেন বাবর আজম। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন সর্বোচ্চ ৪৯৮ রান। গড়—৬২.২৫ ও স্ট্রাইক রেট ১৪৮.৫৫। বাবরের নেতৃত্বে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।
আজ রাতে করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন বাবররা। এই ম্যাচে হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তাদের। তার জন্য জিততে হবে দ্বিতীয় এলিমিনিটরে। তবে বাকিদের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারেন বাবর। বড় মঞ্চে জ্বলে উঠতে না পারার যে অপবাদ—সেটি আজ ঘোচাতে চাইবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
৯ম পিএসএলে বাবরের বিধ্বংসী রূপ দেখা গেছে ডেথ ওভারে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৩ স্ট্রাইক রেট বাবরের, যেখানে তাঁর রান ৫৬।
ডেথ ওভারে সবচেয়ে বেশি স্টাইক রেট নিয়ে ব্যাটিংয়ে বাবর পেছনে ফেললেন রিজা হেন্ডরিকসকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার এই ওভারের মধ্যে করেছেন ৬২ রান, স্ট্রাইক রেট ২৩৮। তিনে ইফতিখার আহমেদের স্ট্রাইকরেট ২৩২, রান ১৭২। ডেভিড ভিসে ৬২ রান করেছেন ২২১ স্ট্রাইক রেটে। পাঁচে থাকা রসি ফন ডার ডুসেনের স্ট্রাইক রেট ২১৭, রান ৬৩।
পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৪৩৩ রান তাঁর। টুর্নামেন্টের এবারের সংস্করণেও দারুণ ছন্দে আছেন বাবর আজম। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন সর্বোচ্চ ৪৯৮ রান। গড়—৬২.২৫ ও স্ট্রাইক রেট ১৪৮.৫৫। বাবরের নেতৃত্বে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।
আজ রাতে করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন বাবররা। এই ম্যাচে হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তাদের। তার জন্য জিততে হবে দ্বিতীয় এলিমিনিটরে। তবে বাকিদের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারেন বাবর। বড় মঞ্চে জ্বলে উঠতে না পারার যে অপবাদ—সেটি আজ ঘোচাতে চাইবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
৯ম পিএসএলে বাবরের বিধ্বংসী রূপ দেখা গেছে ডেথ ওভারে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৩ স্ট্রাইক রেট বাবরের, যেখানে তাঁর রান ৫৬।
ডেথ ওভারে সবচেয়ে বেশি স্টাইক রেট নিয়ে ব্যাটিংয়ে বাবর পেছনে ফেললেন রিজা হেন্ডরিকসকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার এই ওভারের মধ্যে করেছেন ৬২ রান, স্ট্রাইক রেট ২৩৮। তিনে ইফতিখার আহমেদের স্ট্রাইকরেট ২৩২, রান ১৭২। ডেভিড ভিসে ৬২ রান করেছেন ২২১ স্ট্রাইক রেটে। পাঁচে থাকা রসি ফন ডার ডুসেনের স্ট্রাইক রেট ২১৭, রান ৬৩।
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
৭ মিনিট আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
৩০ মিনিট আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগে