Ajker Patrika

‘ফেনোমেনন’ রোনালদোর পাশে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

রিয়াল ভায়াদোলিদকে পেয়ে রীতিমতো তেতে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর রুদ্ররূপেই গত পরশু রাতে লা লিগার ম্যাচে পুড়ল ভায়াদোলিদ। এমবাপ্পের হ্যাটট্রিকে দলটিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক। এর সুবাদে রিয়ালের সাবেক কিংবদন্তি রোনালদো নাজারিওর রেকর্ডেও ভাগ বসালেন ফরাসি এই স্ট্রাইকার।

সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ভাবা হয় রোনালদো ফেনোমেননকে। রিয়ালের জার্সিতে তাঁর অভিষেক হওয়ার পর নিজের ১৯তম ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন। কাকতালীয়ভাবে এমবাপ্পেও সেই ১৯ নম্বর ম্যাচে এসে রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক উদ্‌যাপন করলেন। যদিও এই রেকর্ডের তালিকায় সবার ওপরে সাবেক ডাচ তারকা রুড ফন নিস্টলরয়। ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে ছিলেন এই স্ট্রাইকার। সে সময় নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন। তারপর নিজের নবম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন গ্যারেথ বেল। ১৪তম ম্যাচে একই সাফল্যের দেখা পান ইমানুয়েল আদেবায়োর। ভায়াদোলিদ ম্যাচে তিন গোল করে রিয়ালের সোনালি দিনের তারকাদের যেন মনে করালেন এমবাপ্পে।

যদিও এমবাপ্পের কাছে জয়টাই বড়। তবে হ্যাটট্রিক করতে পেরেও আনন্দিত এই সেন্টার ফরোয়ার্ড, ‘হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে। তবে জয় পাওয়ায় আরও বেশি খুশি। যেটা আমি প্রতি সপ্তাহেই বলি। তবে অ্যাতলেটিকোর সঙ্গে ড্র করার পর এই ম্যাচ জেতাটা খুব দরকার ছিল। ম্যাচে প্রথম গোলটি দলগত প্রচেষ্টারই ফল। আর দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলেছি আমরা।’

পিএসজি ছেড়ে রিয়ালে নিজের ছন্দ ফিরে পাওয়া সহজ ছিল না এমবাপ্পের। লা লিগা আবহে নিজেকে মানিয়ে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ফরাসি স্ট্রাইকারকে। এ পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল করেছেন এমবাপ্পে, রয়েছে ৩টি অ্যাসিস্টও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত