Ajker Patrika

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ভক্ত ভাড়া করার অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭: ৩৪
রিয়ান পরাগের (ডানে) পায়ে এভাবেই লুটিয়ে পড়েন এক ভক্ত। ছবি: ফাইল ছবি
রিয়ান পরাগের (ডানে) পায়ে এভাবেই লুটিয়ে পড়েন এক ভক্ত। ছবি: ফাইল ছবি

ভক্ত-সমর্থকদের মাঠে ঢুকে পড়ার মতো ঘটনা এখন ঘটছে হরহামেশাই। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক ভক্ত এসে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন। আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল রিয়ান পরাগের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। সামাজিক মাধ্যমে ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।

বর্ষাপাড়ে ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএলে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতার ব্যাটিংয়ের সময় হঠাৎই এক ভক্ত মাঠে ঢুকে পড়ে পরাগের পায়ে লুটিয়ে পড়েন। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে ভক্তের মাঠে ঢুকে পড়া নিয়ে নেটিজেনরা শুরু করেন ব্যঙ্গ-বিদ্রুপ। এমন ঘটনায় পরাগকে নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘নিজের প্রচারের জন্য ভক্তকে রিয়ান ১০ হাজার রুপি দিয়েছিলেন এবং সেই ভক্ত এমন কাজ করেছেন। মানুষের নজরে আসতে কী কাজটাই না সে করল।’

পরাগের মতো ক্রিকেটারের পায়ে ভক্তের লুটিয়ে পড়া কেউ আবার বিশ্বাসই করতে চাইছেন না। সামাজিক মাধ্যমে কোনো একজন খোঁচা মেরে লিখেছেন, ‘রিয়ানের মতো খেলোয়াড়েরও ভক্ত আছে দেখে অবাক লাগছে। এমন খারাপ দিনও দেখা লাগল।’ কেউ আবার লিখেছেন, ‘তারকাপুজো সংস্কৃতি আসলে একটা রোগ। মাত্র একটা মৌসুমেই আইপিএলে ভালো খেলেছেন। তাতেই এমন ভক্ত পেয়ে গেলেন। সত্যি বলতে কোনো সহানুভূতিই নেই।’

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দুই ম্যাচের দুটিই খেলেছে পরাগের নেতৃত্বে। ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে ১০ নম্বরে আছে রাজস্থান। দলটির নেট রানরেট এখন -১.৮৮২। গতকাল বর্ষাপাড়ায় রাজস্থানকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান করেছে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৭.৩ ওভারে ২ উইকেটে ১৫৩ রান করেছে কলকাতা। ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কলকাতার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত