ক্রীড়া ডেস্ক
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আজ সুপার ফোরের ম্যাচে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ দিয়ে এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান।
ঘরের মাঠে ওয়ানডেতে এই নিয়ে ২০০তম ম্যাচ খেলছে পাকিস্তান। মাইলফলকের এই ম্যাচে দুর্দান্ত খেলছে বাবর আজমের দল। ৩৮.৪ ওভারে ১৯২ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ। ওয়ানডেতে ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ১২৫ ম্যাচ, হেরেছে ৬৮ ম্যাচ।
নবম দল হিসেবে ঘরের মাঠে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ল পাকিস্তান। পাকিস্তানের পরে এই তালিকায় দশম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৯৩ ম্যাচ। ৮৮ ম্যাচ জিতেছে ও হেরেছে ১০২ ম্যাচে। পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে—এই আটটি দল ঘরের মাঠে ম্যাচের ‘ডাবল সেঞ্চুরি’ করে ফেলেছে। ৪৫২ ম্যাচ খেলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারত, ইংল্যান্ড ঘরের মাঠে খেলেছে ৩৬০ ও ৩৩১ ম্যাচ।
ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২৯১ ম্যাচ জিতেছে অজিরা। এ তালিকাতেও অস্ট্রেলিয়ার পরে আছে ভারত। ঘরের মাঠে ভারত জিতেছে ২১৪ ম্যাচ। দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে ১৯৪ ও ১৯১ ম্যাচ। তবে এই তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে জিম্বাবুয়ে। নিজেদের মাঠে জিম্বাবুয়ে জিতেছে ৭৫ ওয়ানডে।
ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ:
অস্ট্রেলিয়া: ৪৫২
ভারত: ৩৬০
ইংল্যান্ড: ৩৩১
নিউজিল্যান্ড: ৩২৮
শ্রীলঙ্কা: ২৮৭
দক্ষিণ আফ্রিকা: ২৮১
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৮
জিম্বাবুয়ে: ২৩৬
পাকিস্তান: ২০০
বাংলাদেশ: ১৯১
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আজ সুপার ফোরের ম্যাচে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ দিয়ে এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান।
ঘরের মাঠে ওয়ানডেতে এই নিয়ে ২০০তম ম্যাচ খেলছে পাকিস্তান। মাইলফলকের এই ম্যাচে দুর্দান্ত খেলছে বাবর আজমের দল। ৩৮.৪ ওভারে ১৯২ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ। ওয়ানডেতে ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ১২৫ ম্যাচ, হেরেছে ৬৮ ম্যাচ।
নবম দল হিসেবে ঘরের মাঠে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ল পাকিস্তান। পাকিস্তানের পরে এই তালিকায় দশম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৯৩ ম্যাচ। ৮৮ ম্যাচ জিতেছে ও হেরেছে ১০২ ম্যাচে। পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে—এই আটটি দল ঘরের মাঠে ম্যাচের ‘ডাবল সেঞ্চুরি’ করে ফেলেছে। ৪৫২ ম্যাচ খেলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারত, ইংল্যান্ড ঘরের মাঠে খেলেছে ৩৬০ ও ৩৩১ ম্যাচ।
ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২৯১ ম্যাচ জিতেছে অজিরা। এ তালিকাতেও অস্ট্রেলিয়ার পরে আছে ভারত। ঘরের মাঠে ভারত জিতেছে ২১৪ ম্যাচ। দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে ১৯৪ ও ১৯১ ম্যাচ। তবে এই তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে জিম্বাবুয়ে। নিজেদের মাঠে জিম্বাবুয়ে জিতেছে ৭৫ ওয়ানডে।
ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ:
অস্ট্রেলিয়া: ৪৫২
ভারত: ৩৬০
ইংল্যান্ড: ৩৩১
নিউজিল্যান্ড: ৩২৮
শ্রীলঙ্কা: ২৮৭
দক্ষিণ আফ্রিকা: ২৮১
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৮
জিম্বাবুয়ে: ২৩৬
পাকিস্তান: ২০০
বাংলাদেশ: ১৯১
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
১ ঘণ্টা আগেদুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার...
২ ঘণ্টা আগেমিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ভোরে ক্রাইস্টচার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলাগুলো দেখবেন যেসব টিভি চ্যানেলে—
৩ ঘণ্টা আগেপাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
৩ ঘণ্টা আগে