ক্রীড়া ডেস্ক
পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে মিলছে একের পর এক দুঃসংবাদ। চোটে পড়ে কখনো ছিটকে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। কখনোবা পাকিস্তানি ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে যাচ্ছে। চোটে ক্রিকেটার হারানোর পালাবদলে এবার যোগ দিল নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড হারিয়েছিল টম ল্যাথামকে। চোটে পড়ে ছিটকে যাওয়া ল্যাথামের পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করেছিল নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেলেন মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হ্যামিল্টনের সেডন পার্কে আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাই তাঁর খেলা হচ্ছে না।
ছিটকে যাওয়া চ্যাপম্যানের পরিবর্তে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে এসেছেন টিম সাইফার্ট। চ্যাপম্যান এখন পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য অকল্যান্ডে ফিরবেন। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড আশাবাদী যে তৃতীয় ওয়ানডের দলে চ্যাপম্যানকে পাওয়া যাবে। পাকিস্তান আগামীকাল জিতলে তখন তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী। আর নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই চাইবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ে হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। দ্বিতীয়, তৃতীয় দুই ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড পায় ৭৩ রানের জয়। ১১১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩২ রান করে ম্যাচসেরা হয়েছেন চ্যাপম্যান। তাঁর সেঞ্চুরি ও মুহাম্মদ আব্বাসের অভিষেকে রেকর্ড বই তছনছ করা দ্রুততম ফিফটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৩৪৪ রানের পাহাড় গড়েছিল। পাকিস্তানের একটা পর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে ২৭১ রানে গুটিয়ে যায় তারা।
দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না পাকিস্তানের উসমান খান। তিনিও নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন। এই ম্যাচ দিয়েই উসমানের ওয়ানডেতে অভিষেক হয়েছে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন তিনি। আব্দুল্লাহ শফিকের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন উসমান।
পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে মিলছে একের পর এক দুঃসংবাদ। চোটে পড়ে কখনো ছিটকে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। কখনোবা পাকিস্তানি ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে যাচ্ছে। চোটে ক্রিকেটার হারানোর পালাবদলে এবার যোগ দিল নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড হারিয়েছিল টম ল্যাথামকে। চোটে পড়ে ছিটকে যাওয়া ল্যাথামের পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করেছিল নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেলেন মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৯ মার্চ অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন চ্যাপম্যান। স্ক্যানের পর সেখানে প্রথম গ্রেডের চিড় ধরা পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হ্যামিল্টনের সেডন পার্কে আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাই তাঁর খেলা হচ্ছে না।
ছিটকে যাওয়া চ্যাপম্যানের পরিবর্তে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে এসেছেন টিম সাইফার্ট। চ্যাপম্যান এখন পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য অকল্যান্ডে ফিরবেন। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড আশাবাদী যে তৃতীয় ওয়ানডের দলে চ্যাপম্যানকে পাওয়া যাবে। পাকিস্তান আগামীকাল জিতলে তখন তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী। আর নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই চাইবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ে হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। দ্বিতীয়, তৃতীয় দুই ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড পায় ৭৩ রানের জয়। ১১১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩২ রান করে ম্যাচসেরা হয়েছেন চ্যাপম্যান। তাঁর সেঞ্চুরি ও মুহাম্মদ আব্বাসের অভিষেকে রেকর্ড বই তছনছ করা দ্রুততম ফিফটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৩৪৪ রানের পাহাড় গড়েছিল। পাকিস্তানের একটা পর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও হঠাৎ ধসে ২৭১ রানে গুটিয়ে যায় তারা।
দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না পাকিস্তানের উসমান খান। তিনিও নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন। এই ম্যাচ দিয়েই উসমানের ওয়ানডেতে অভিষেক হয়েছে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন তিনি। আব্দুল্লাহ শফিকের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন উসমান।
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচনা হয় নাজমুল হোসেন শান্তকে নিয়ে। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
২১ মিনিট আগেবড় মঞ্চে ভারতকে পেলেই জ্বলে ওঠেন বলে ট্রাভিস হেডকে অনেকে ‘ট্রাভিস হেডেক’ বলে থাকেন। ভারতের অনেকবার মাথাব্যথার কারণ হয়েছেন তিনি। কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটার আইপিএলে ইনিংস বড় করতে পারছেন না। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন বলে তাঁকে নিয়ে চলছে রসিকতা।
১ ঘণ্টা আগেপ্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগতও বাদ থাকে কী করে। মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
২ ঘণ্টা আগে