৫ উইকেট পেয়েও ক্ষুধা মেটেনি নাসুমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
Thumbnail image

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা। 

ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট। 

৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর। 

নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’ 

১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত