রেকর্ডটা গড়তে বাংলাদেশকেই বেছে নিলেন পাকিস্তানের শাকিল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৮: ১০
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮: ২৮

রাওয়ালপিন্ডি টেস্টটা যে রেকর্ড গড়ার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছেন সৌদ শাকিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন তিনি। যেখানে  এমন এক রেকর্ড গড়েছেন, সেটা কেবল তাঁরই।  

৩ উইকেটে ১৬ রানে রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে গতকাল প্রথম দিনে হোঁচট খেয়ে শুরু করে পাকিস্তান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। ব্যাটিং করেছেন পরিস্থিতি বুঝে। এরই মধ্যে ২০ ইনিংসে ১০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। তাঁর এটা পাকিস্তানিদের মধ্যে যৌথভাবে দ্রুততম। ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই কমপক্ষে একটি ফিফটি করেছেন তিনি। শাকিল ছাড়া আর কেউ ক্রিকেটের রাজকীয় সংস্করণে এমন রেকর্ড করতে পারেননি। 

২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলেছেন শাকিল। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের রেকর্ড গড়ার ম্যাচে  ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তাঁর দল। যা পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সর্বোচ্চ ৫৪৬ রান পাকিস্তান করেছিল ২০০১ সালে মুলতানে। এই অপেক্ষার মতো রিজওয়ানেরও অপেক্ষা বাড়ল। ২৩৯ বলে ১৭১ রান করে অপরাজিত থেকেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে থামতে হলো রিজওয়ানকে। 

৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনটা আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেছে ৪ উইকেটে ২৫৬ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর রিজওয়ান, শাকিল দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুই পাকিস্তানি ব্যাটারেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তান খেলেছে দিনের প্রথম সেশনের মতোই। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ২৪০ রান। ৯৫ তম ওভারের শেষ বলে শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ম্যারাথন ইনিংসে ৯ চার মেরেছেন শাকিল। 

শাকিল-রিজওয়ানের জুটি ভাঙার পর ব্যাটিংয়ে আসেন সালমান আলী আগা। ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন রিজওয়ান ও সালমান। ১০৭তম ওভারের দ্বিতীয় বলে সালমানকে ফিরিয়ে ম্যাচে অবশেষে উইকেট পেলেন সাকিব আল হাসান। ৩৬ বলে সালমান করেছেন ১৯ রান। ৬ উইকেটে ৩৯৮ রানে পরিণত হওয়া পাকিস্তান তারপর ব্যাটিং করেছে ৭ ওভার। ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রান করার পরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৯ ওভারে ১০৫ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। রান খরচে সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিবও। ২৭ ওভার বোলিং করে তিনি দিয়েছেন ১০০ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত