চোটে পড়ে খেলোয়াড়দের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। ফিটনেস-সচেতন বিরাট কোহলি এ জায়গাতেই ব্যতিক্রম। চোটের কারণে কালেভদ্রে ম্যাচ মিস করেন তিনি। ‘সুপার ফিট’ থাকার রহস্য জানালেন ভারতীয় এই ব্যাটার।
কদিন আগে কোহলি তাঁর সারা বছরের খাবারের পরিকল্পনার কথা এক ভিডিওতে বলেছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আমার খাবারের ৯০ শতাংশই সিদ্ধ। কোনো মসলা নেই। স্বাদের ব্যাপারে অত ভাবি না। সালাদ বেশ পছন্দ করি। অল্প জলপাই তেলে ভাজা খাবার ভালো লাগে। পাঞ্জাবি হিসেবে রাজমা ও লোভিয়া খাওয়া আমি বাদ দিতে পারি না। শুধু মসুর ডাল খাই। কোনো মসলা, তরকারি খাই না।’
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন কোহলি। ৮ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৩৩৩ রান। গড় ৪৭.৫৭ ও স্ট্রাইক রেট ১৪২.৩১। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় ভারতীয় এই ব্যাটার। কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩০১৫ রান।
চোটে পড়ে খেলোয়াড়দের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। ফিটনেস-সচেতন বিরাট কোহলি এ জায়গাতেই ব্যতিক্রম। চোটের কারণে কালেভদ্রে ম্যাচ মিস করেন তিনি। ‘সুপার ফিট’ থাকার রহস্য জানালেন ভারতীয় এই ব্যাটার।
কদিন আগে কোহলি তাঁর সারা বছরের খাবারের পরিকল্পনার কথা এক ভিডিওতে বলেছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আমার খাবারের ৯০ শতাংশই সিদ্ধ। কোনো মসলা নেই। স্বাদের ব্যাপারে অত ভাবি না। সালাদ বেশ পছন্দ করি। অল্প জলপাই তেলে ভাজা খাবার ভালো লাগে। পাঞ্জাবি হিসেবে রাজমা ও লোভিয়া খাওয়া আমি বাদ দিতে পারি না। শুধু মসুর ডাল খাই। কোনো মসলা, তরকারি খাই না।’
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন কোহলি। ৮ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৩৩৩ রান। গড় ৪৭.৫৭ ও স্ট্রাইক রেট ১৪২.৩১। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় ভারতীয় এই ব্যাটার। কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩০১৫ রান।
ব্যালন ডি’অরের পুরস্কার জেতা উসমান দেম্বেলের জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ফাঁস হওয়া তালিকার কথা না হয় বাদই থাক। ২০২৪-২৫ মৌসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে এই পুরস্কার জয়ে তিনি অনেক এগিয়ে ছিলেন।
৩০ মিনিট আগেভারত ম্যাচের আগে তিন দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। লিটনরা অনুশীলন করেছেন এক দিন। গত পরশু ছিলেন বিশ্রামে। আজ ম্যাচের আগের দিনও বিশ্রাম। একটা সময়ে ম্যাচের আগে বেশি অনুশীলন করার রীতি ছিল। এখন উল্টো চিত্র।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবি হোক কিংবা দুবাইয়ের উইকেটে নিংড়ে দিচ্ছেন সেরাটা। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। পরশু দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে তাঁর স্বরূপে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এর আগে বাঁহাতি এই পেসারের প্রতি যেন কারও কুনজর না পড়ে এমন
১১ ঘণ্টা আগেএবারের এশিয়া কাপে মাঠের খেলার চেয়ে বাইরের বিভিন্ন ঘটনায় বেশি আলোচনায় আসছে পাকিস্তান। হাত না মেলানো বিতর্কে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হলো তারা।
১৩ ঘণ্টা আগে