ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
এক সপ্তাহ আগেও পাকিস্তান আনন্দে ভাসছিল, তিন দশক পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক তারা। দলের ব্যর্থতায় সেই আনন্দ নিমেষে মিলিয়ে গেল। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সের দৈন্যে পাকিস্তান ‘ক্রিকেটের মৃত্যু’ হয়েছে...
১৮ মিনিট আগে১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
১ ঘণ্টা আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
২ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে