Ajker Patrika

সেমির পথে এগিয়ে যেতে ফিল্ডিংয়ে আফগানিস্তান 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫: ০৮
সেমির পথে এগিয়ে যেতে ফিল্ডিংয়ে আফগানিস্তান 

ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।

আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার।  পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।

নেদারল্যান্ডসের একাদশ:  
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন। 

আফগানিস্তানের একাদশ:  
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত