ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
৪১ মিনিট আগেবাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১২ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১২ ঘণ্টা আগে