ক্রীড়া ডেস্ক
মাস তিনেক আগে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই দলে ছিলেন শিবম দুবে। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁরও ছিল দারুণ অবদান। সেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে ছিটকে গেলেন।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলেও নাম ছিল দুবের। তবে বাংলাদেশ সিরিজ শুরু হতে যখন ২৪ ঘণ্টারও কম সময় বাকি, তখন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদ শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিঠের চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। দুবের পরিবর্তে তিলক ভার্মাকে টি-টোয়েন্টি সিরিজের দলে নিয়েছে বিসিসিআই। গোয়ালিয়রে আজ সকালে ভারতীয় দলের সঙ্গে ভার্মার যোগ দেওয়ার কথা।
২০২৩-এর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ভার্মার। ১৪ মাসে ভারতের জার্সিতে খেলেছেন ২০ ম্যাচ। যার মধ্যে ১৬ ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩৩.৬০ গড়ে করেন ৩৩৬ রান। ১৩৯.৪১ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। খন্ডকালীন স্পিন বোলিংও দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।
ভার্মার আগে ভারতের জার্সিতে পথচলা শুরু দুবের। ২০১৯ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পাঁচ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৩ ম্যাচ। ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে ২৭ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের আগে আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল ওভারে অনেক ম্যাচে ঝড় তুলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ তিন ভেন্যুতে। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের শেষ তথা টি-টোয়েন্টি হায়দরাবাদে ১২ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, তিলক ভার্মা।
মাস তিনেক আগে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই দলে ছিলেন শিবম দুবে। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁরও ছিল দারুণ অবদান। সেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে ছিটকে গেলেন।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলেও নাম ছিল দুবের। তবে বাংলাদেশ সিরিজ শুরু হতে যখন ২৪ ঘণ্টারও কম সময় বাকি, তখন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদ শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিঠের চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। দুবের পরিবর্তে তিলক ভার্মাকে টি-টোয়েন্টি সিরিজের দলে নিয়েছে বিসিসিআই। গোয়ালিয়রে আজ সকালে ভারতীয় দলের সঙ্গে ভার্মার যোগ দেওয়ার কথা।
২০২৩-এর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ভার্মার। ১৪ মাসে ভারতের জার্সিতে খেলেছেন ২০ ম্যাচ। যার মধ্যে ১৬ ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩৩.৬০ গড়ে করেন ৩৩৬ রান। ১৩৯.৪১ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। খন্ডকালীন স্পিন বোলিংও দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।
ভার্মার আগে ভারতের জার্সিতে পথচলা শুরু দুবের। ২০১৯ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পাঁচ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৩ ম্যাচ। ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে ২৭ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের আগে আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল ওভারে অনেক ম্যাচে ঝড় তুলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ তিন ভেন্যুতে। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের শেষ তথা টি-টোয়েন্টি হায়দরাবাদে ১২ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, তিলক ভার্মা।
হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৯ মিনিট আগেভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
২ ঘণ্টা আগেকিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
৪ ঘণ্টা আগে