Ajker Patrika

এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৩: ৪৫
এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন

পিঠের চোটের কারণে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন কাইল জেমিসন। অবশেষে নিউজিল্যান্ড দলে আবারও ফিরলেন এই পেসার। সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।

সর্বশেষ গত বছরের জুনে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেমিসন। ইংল্যান্ড সফরে চোটে পড়ে মাঠের বাইরে যান তিনি। মাঝে ফেরার কথা থাকলেও চোট বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের কারণে তাঁর ফিরতে দেরি হলো। ২৮ বছর বয়সী পেসার ফিরে আসায় খুশি হয়েছেন কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘কাইল কঠোর পরিশ্রম করেছে এবং এই সফরের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। একটা কঠিন বছর পেরিয়ে সে ফিরে আসায় আমরা আনন্দিত। তার বিশ্বমানের দক্ষতা সম্পর্কে আমরা সবাই জানি। জানি, দলে ফিরতে পেরে সেও রোমাঞ্চিত।’

জেমিসনের প্রত্যাবর্তনের দিনে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট ও আদিত্য অশোক। গত বছর কিউইদের ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ফক্সক্রফট। ৪২৪ রানে টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। সঙ্গে অফস্পিনে নিয়েছিলেন ৯ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট প্লাংকেট শিল্ডেও ৬৩১ রানে শীর্ষে ছিলেন তিনি। আর উইকেট নিয়েছিলেন ৭টি। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে আসা অশোক গত বছর প্রথম শ্রেণির অভিষেক মৌসুমে ১৯ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন।

চোট কাটিয়ে জেমিসন ফিরলেও অপেক্ষা বেড়েছে কেন উইলিয়ামসন ও মিচেল ব্রেসওয়েলের। সর্বশেষ আইপিএলে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। আর অ্যাকিলিসে চোটে দলের বাইরে আছেন ব্রেসওয়েল। আগামী ১৭ থেকে ২০ আগস্ট আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সব ম্যাচই দুবাইয়ে হবে। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ হবে ডারহামে। বাকি তিন ম্যাচ হবে ১, ৩ ও ৫ তারিখ ম্যানচেস্টার, বার্মিংহাম ও নটিংহামে।

সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের স্কোয়াড

টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন*, আদিত্য অশোক**, চ্যাড বোউস**, ড্যারিল মিচেল*, মার্ক চাপম্যান, ডেন ক্লিভার**, ডেভন কনওয়ে*, লকি ফার্গুসন, ডিন ফক্সফোর্ট**, ম্যাট হেনরি*, কাইল জেমিসন, কোল ম্যাকনকি**, অ্যাডাম মিলনে*, জিমি নিশাম, গ্লেন ফিলিপস*, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হেনরি শিপলি**, ইশ সোধি*, উইল ইয়ং**

*ইংল্যান্ড সফরে
** আরব আমিরাত সফরে
যাঁদের নামের পাশে তারকা চিহ্ন নেই তাঁরা দুই সিরিজে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত