Ajker Patrika

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পাকিস্তান ক্রিকেটারের অদ্ভুত কাণ্ড

আপডেট : ০১ জুন ২০২৪, ০০: ১১
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পাকিস্তান ক্রিকেটারের অদ্ভুত কাণ্ড

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হলো ভালো-মন্দে মিশ্র। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের ‘বি’ সারির দলের বিপক্ষে ২-২ টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করে তারা। আয়ারল্যান্ড সফরে সিরিজ জিতল ২-১ ব্যবধানে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে হেরেছে বাবর আজমের দল।

বিশ্বকাপ খেলতে আজ যুক্তরাষ্ট্রের উড়ান ধরবে পাকিস্তান ক্রিকেট দল। তার আগমুহূর্তে আলোচনায় উসামা মির। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে বার্তা পাঠিয়েছেন এই লেগ স্পিনার। 

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় বোর্ডের কাছে আপত্তি জানিয়েছেন উসামা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি কৃতিত্বের কথাও মনে করিয়ে দেন বোর্ডপ্রধান নাকভিকে। 

উসামার এমন কাণ্ডে নারাজ পাকিস্তানের প্রধান নির্বাচক ও সিনিয়র টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ। বিশ্বকাপ দলে না থাকায় উসামাকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার অনাপত্তিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াহাব। বোর্ডপ্রধানের কাছে আপত্তির বার্তা পাঠানো পর সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে। 

২০২৪ পিএসএলে সর্বোচ্চ ২৪ উইকেটশিকারি উসামা। জাতীয় দলের হয়ে তাঁর খেলায় সন্তুষ্ট ছিলেন না নির্বাচকেরা। ওয়াহাব জানিয়েছেন, সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও তাঁদের প্রত্যাশামতো বোলিং করতে পারেননি উসামা। টি-টোয়েন্টি ব্লাস্টে উরচেস্টারশায়ারের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল। পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় এবার আর খেলা হচ্ছে না তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত