ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। সেই সিরিজে পাকিস্তান অসাধারণ খেললেও তিনি রানের খাতা খুলতেই পারেননি। তিন ম্যাচেই ডাক মেরেছেন শফিক। খেলেছেন মোটে ৭ বল। যেখানে জোহানেসবার্গে গতকাল তৃতীয় ওয়ানডেতে মেরেছেন গোল্ডেন ডাক। ম্যাচ চলার সময়ই শফিককে নিয়ে এক্স হ্যান্ডলে শেহজাদ লিখেছেন, ‘টানা তিনটি ডাক মেরেছে আব্দুল্লাহ শফিক।’ ডাকের জায়গায় হাঁসের ইমোজি দিয়েছেন। শেহজাদ এরপর লেখেন, ‘ফখর জামান কোথায়?’
দক্ষিণ আফ্রিকা সিরিজটা সাইম আইয়ুব কাটিয়েছেন স্বপ্নের মতো। ৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেন ২৩৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৭৮.৩৩ ও ৯৬.৩১। পাশাপাশি পেয়েছেন ২ উইকেট। ম্যাচ চলার সময়ই আইয়ুবকে নিয়ে এক্সে প্রশংসামূলক পোস্ট করেন শেহজাদ, ‘সাইম আইয়ুবের থেকে আরও একটি অসাধারণ ইনিংস। পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের থেকে বহুগুণে ভালো করছে সে। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে তিনটি বড় ম্যাচে তিনটি বড় ইনিংস খেলা আসলেই অসাধারণ অর্জন। এখন ফখর জামান সাদা বলের দুই সংস্করণে তার (সাইম) সঙ্গে ব্যাটিং করে, সেক্ষেত্রে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির টপ অর্ডারের সমস্যার সমাধান হবে।’ সাইম একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই জিতেছেন।
Third consecutive 🦆 for Abdullah Shafiq.
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) December 22, 2024
Where is fakhar zaman? 🤷🏽
#PAKvsSA #PakistanCricket
যে ফখরের নাম শেহজাদ বারবার বলেছেন, তাঁর (ফখর) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব রয়েছে। তাঁকে ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে পিসিবি। তবে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ আশার কথা শুনিয়েছেন ফখরকে নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শফিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে মার্কো ইয়ানসেনের বলে আউট হয়েছেন। রাবাদা গতকাল নিয়েছেন পাকিস্তানি এই ওপেনারের উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতেই ডাক মারা দ্বিতীয় ক্রিকেটার হলেন শফিক। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতেই গোল্ডেন ডাক মেরেছিলেন সূর্যকুমার যাদব।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু শফিকের। চার বছরে পাকিস্তানের জার্সিতে ২২ টেস্ট, ২১ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেছেন। ৪৯ ম্যাচের মধ্যে ৬৯ ইনিংসে ব্যাটিং করে শূন্য রানে আউট হয়েছেন ১৪ বার। টি-টোয়েন্টিতে তাঁর টানা ৪ ম্যাচে ডাক মারার ঘটনা রয়েছে।
পাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। সেই সিরিজে পাকিস্তান অসাধারণ খেললেও তিনি রানের খাতা খুলতেই পারেননি। তিন ম্যাচেই ডাক মেরেছেন শফিক। খেলেছেন মোটে ৭ বল। যেখানে জোহানেসবার্গে গতকাল তৃতীয় ওয়ানডেতে মেরেছেন গোল্ডেন ডাক। ম্যাচ চলার সময়ই শফিককে নিয়ে এক্স হ্যান্ডলে শেহজাদ লিখেছেন, ‘টানা তিনটি ডাক মেরেছে আব্দুল্লাহ শফিক।’ ডাকের জায়গায় হাঁসের ইমোজি দিয়েছেন। শেহজাদ এরপর লেখেন, ‘ফখর জামান কোথায়?’
দক্ষিণ আফ্রিকা সিরিজটা সাইম আইয়ুব কাটিয়েছেন স্বপ্নের মতো। ৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেন ২৩৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৭৮.৩৩ ও ৯৬.৩১। পাশাপাশি পেয়েছেন ২ উইকেট। ম্যাচ চলার সময়ই আইয়ুবকে নিয়ে এক্সে প্রশংসামূলক পোস্ট করেন শেহজাদ, ‘সাইম আইয়ুবের থেকে আরও একটি অসাধারণ ইনিংস। পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের থেকে বহুগুণে ভালো করছে সে। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে তিনটি বড় ম্যাচে তিনটি বড় ইনিংস খেলা আসলেই অসাধারণ অর্জন। এখন ফখর জামান সাদা বলের দুই সংস্করণে তার (সাইম) সঙ্গে ব্যাটিং করে, সেক্ষেত্রে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির টপ অর্ডারের সমস্যার সমাধান হবে।’ সাইম একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই জিতেছেন।
Third consecutive 🦆 for Abdullah Shafiq.
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) December 22, 2024
Where is fakhar zaman? 🤷🏽
#PAKvsSA #PakistanCricket
যে ফখরের নাম শেহজাদ বারবার বলেছেন, তাঁর (ফখর) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব রয়েছে। তাঁকে ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে পিসিবি। তবে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ আশার কথা শুনিয়েছেন ফখরকে নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শফিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে মার্কো ইয়ানসেনের বলে আউট হয়েছেন। রাবাদা গতকাল নিয়েছেন পাকিস্তানি এই ওপেনারের উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতেই ডাক মারা দ্বিতীয় ক্রিকেটার হলেন শফিক। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতেই গোল্ডেন ডাক মেরেছিলেন সূর্যকুমার যাদব।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু শফিকের। চার বছরে পাকিস্তানের জার্সিতে ২২ টেস্ট, ২১ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেছেন। ৪৯ ম্যাচের মধ্যে ৬৯ ইনিংসে ব্যাটিং করে শূন্য রানে আউট হয়েছেন ১৪ বার। টি-টোয়েন্টিতে তাঁর টানা ৪ ম্যাচে ডাক মারার ঘটনা রয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা
১ ঘণ্টা আগেজোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস-এক সময়ের বার্সেলোনায় রাজত্ব করা ফুটবলাররা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যখন বার্সা খেলোয়াড়দের পুনর্মিলনী হয়েছে, নেইমারের নামটাও চলে আসে আপনাআপনি। ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার।
৫ ঘণ্টা আগে