ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই হেরেছে উইন্ডিজ। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে ক্যারিবীয়দের।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে লিটন দাসের নেতৃত্বে। এই হারে সিরিজ হারানোর পাশাপাশি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবীয়রা হেরেছে ১০৮ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পরে টি-টোয়েন্টিতে ম্যাচ হারার রেকর্ডে দুইয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এশিয়ার দলটি হেরেছে ১০৭ ম্যাচ।
পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৮ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৫ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.২৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ ১৮১ টি-টোয়েন্টি খেলে জিতেছে ৭০ ম্যাচ। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৬৭ শতাংশ।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের পাশে বাংলাদেশের বসার সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলে উইন্ডিজ এড়াবে ধবলধোলাই। তাতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ১০৮ ম্যাচ হেরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড গড়বে যৌথভাবে।
ম্যাচ | |
---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ১০৮ |
বাংলাদেশ | ১০৭ |
শ্রীলঙ্কা | ১০৪ |
জিম্বাবুয়ে | ১০৩ |
পাকিস্তান | ৯৮ |
*২০২৪-এর ১৮ ডিসেম্বর পর্যন্ত
বাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই হেরেছে উইন্ডিজ। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে ক্যারিবীয়দের।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে লিটন দাসের নেতৃত্বে। এই হারে সিরিজ হারানোর পাশাপাশি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবীয়রা হেরেছে ১০৮ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পরে টি-টোয়েন্টিতে ম্যাচ হারার রেকর্ডে দুইয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এশিয়ার দলটি হেরেছে ১০৭ ম্যাচ।
পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৮ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৫ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.২৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ ১৮১ টি-টোয়েন্টি খেলে জিতেছে ৭০ ম্যাচ। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৬৭ শতাংশ।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের পাশে বাংলাদেশের বসার সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলে উইন্ডিজ এড়াবে ধবলধোলাই। তাতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ১০৮ ম্যাচ হেরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড গড়বে যৌথভাবে।
ম্যাচ | |
---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ১০৮ |
বাংলাদেশ | ১০৭ |
শ্রীলঙ্কা | ১০৪ |
জিম্বাবুয়ে | ১০৩ |
পাকিস্তান | ৯৮ |
*২০২৪-এর ১৮ ডিসেম্বর পর্যন্ত
বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি ও টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁদের ব্যাপক কদর। ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ বিশেষণও ক্রিস গেইল-কিরন পোলার্ডদের কারণেই পরিচিতি পেয়েছিল। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজই টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজে হারল। নিজেদের সবশেষ সাত টি-টোয়েন্টি সিরিজে ৬ টিতেই হেরেছে তারা।
১ ঘণ্টা আগেঅফফর্মের বৃত্ত থেকে লিটন দাস বেরিয়ে আসতে পারছেন না কিছুতেই। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে পাঁচ ম্যাচের কোনোটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন।
৩ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী দেখাচ্ছেন, এভাবেও ফিরে আসা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়েই বাংলাদেশ আজ গড়েছে ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেব্রিসবেনের গ্যাবায় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা করমর্দনে ব্যস্ত। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্ট ড্র হওয়ার কিছুক্ষণ পরই সবাইকে চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন।
৬ ঘণ্টা আগে