Ajker Patrika

আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়ে বাবরের রেকর্ড ম্লান 

আপডেট : ১১ মে ২০২৪, ১১: ৪৭
আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়ে বাবরের রেকর্ড ম্লান 

রেকর্ডটা যে নিজের করে নেবেন বাবর আজম, সেটা সময়ের ব্যাপার ছিল মাত্র। কেননা, অ্যারন ফিঞ্চের সঙ্গে যৌথভাবে ৭৬ ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে শীর্ষে ছিলেন তিনি। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কীর্তিকে পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক। 

পাকিস্তানকে ৭৭ ম্যাচ নেতৃত্ব দেওয়ার সংখ্যাটা যে সামনে আরও বাড়ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। আয়ারল্যান্ড সিরিজ শেষে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান। সেদিক থেকে প্রথম অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া প্রথম সেঞ্চুরিয়ান হওয়ারও সুযোগ রয়েছে। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। 

নতুন রেকর্ড গড়ার পথে একটা কীর্তিতে ভাগও বসিয়েছেন বাবর। গতকাল দলের হয়ে ফিফটি করায় এখন বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণে ৩৮ ফিফটির মালিক তিনি। কিন্তু কোনোটাই তাঁর উপভোগ করা হয়নি। স্বাগতিক আয়ারল্যান্ডের কাছে যে দল হেরেছে ৫ উইকেটে। 

প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান-আয়ারল্যান্ড। এর আগে এই সংস্করণে একটি মাত্র ম্যাচই খেলেছে দুই দল। সেটি ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। গতকাল ডাবলিনে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করে বাবরের ৫৭ এবং সাইম আইয়ুবের ৪৫ রানের ওপর ভর করে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের লক্ষ্য দেয় পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও হেরি টেক্টরকে নিয়ে তৃতীয় উইকেটে আয়ারল্যান্ডকে ম্যাচে ফেরান অ্যান্ডি বলবির্নি। দুজনে মিলিয়ে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেন। দুজনের কেউই অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। সর্বোচ্চ ৭৭ রান করা বলবির্নি আউট হন দলের জয়ের জন্য যখন প্রয়োজন ১৬ রান। 

শেষ ওভারে ১১ রানে প্রয়োজনে পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদিকে প্রথম ও চতুর্থ বলে ৪ মেরে ১ বল হাতে রেখে আইরিশদের ৫ উইকেটের জয় এনে দেন কার্টিস ক্যাম্ফার। এতে ঐতিহাসিক জয় পায় আয়ারল্যান্ড। দুই দলের মুখোমুখি দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো জয় পেয়েছে আয়ারল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত