লিটনকে বরণ করে নিল কলকাতা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২: ৫৭
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে লিটন দাস এখন ভারতে। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

লিটনকে বরণ করার কথা জানিয়েছে কলকাতা। কলকাতা তাদের ফেসবুক পেজে লিটনের ছবি পোস্ট করেছে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি তাদের পেজে লিখেছে, ‘পৌঁছে গেছে লিটন দা।’ 

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে চড়েছিলেন লিটন। এবারের আইপিএলকে তিনি দেখছেন শেখার মঞ্চ হিসেবে। বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’ 

এপ্রিল মাসের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন। তাতে ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর। ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে লিটনের আইপিএল অভিযান। 

২০২৩ আইপিএলে লিটনের ম্যাচের সূচি: 
তারিখ                         প্রতিপক্ষ                              ভেন্যু
১৪ এপ্রিল             সানরাইজার্স হায়দরাবাদ                  কলকাতা
১৬ এপ্রিল             মুম্বাই ইন্ডিয়ানস                            মুম্বাই
২০ এপ্রিল             দিল্লি ক্যাপিটালস                          দিল্লি
২৩ এপ্রিল             চেন্নাই সুপার কিংস                        কলকাতা
২৬ এপ্রিল             রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু              বেঙ্গালুরু
২৯ এপ্রিল              গুজরাট টাইটান্স                          কলকাতা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত