নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙেছেন হারমানপ্রীত কৌর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক করেছেন শিষ্টাচারবহির্ভূত মন্তব্য। তিনি বলেছেন, ‘পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন নিশ্চিত করব যে আমাদের এমন বাজে আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে আসব।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডে বড় কোনো শাস্তি নয়, কৌরকে শুধু ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল মিরপুরে বাংলাদেশ-ভারত নারী দলের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর টাই ছাপিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্য। সাদা চোখেই দেখা গেছে, আচরণবিধি ভেঙেছেন কৌর। এর শাস্তিও সাধারণত বড় হয়ে থাকে। এক-দুই ম্যাচের নিষেধাজ্ঞাও আসে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ৩ ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্টের এই সিদ্ধান্ত এখন আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
ম্যাচ অফিশিয়াল সূত্রে জানা যায়, শাস্তির সিদ্ধান্ত আসতে গতকাল রাত সাড়ে ১০টা লেগে গেছে। আর ভারতীয় দলের আজ সকালে দেশে ফেরার তাড়ায় বিষয়টি নিয়ে বেশি অপেক্ষার সুযোগ ছিল না। কৌর নিজের ‘অপরাধ’ স্বীকার করে নেওয়ায় তাঁর আর শুনানির প্রয়োজন হয়নি। সূত্র জানায়, ভারতীয় অধিনায়ক যদি শুনানিতে আসতেন, সে ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও হয়তো বাড়তে পারত।
ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্যে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির কর্মকর্তারা। তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন:
ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙেছেন হারমানপ্রীত কৌর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক করেছেন শিষ্টাচারবহির্ভূত মন্তব্য। তিনি বলেছেন, ‘পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন নিশ্চিত করব যে আমাদের এমন বাজে আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে আসব।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডে বড় কোনো শাস্তি নয়, কৌরকে শুধু ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল মিরপুরে বাংলাদেশ-ভারত নারী দলের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর টাই ছাপিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্য। সাদা চোখেই দেখা গেছে, আচরণবিধি ভেঙেছেন কৌর। এর শাস্তিও সাধারণত বড় হয়ে থাকে। এক-দুই ম্যাচের নিষেধাজ্ঞাও আসে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ৩ ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্টের এই সিদ্ধান্ত এখন আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
ম্যাচ অফিশিয়াল সূত্রে জানা যায়, শাস্তির সিদ্ধান্ত আসতে গতকাল রাত সাড়ে ১০টা লেগে গেছে। আর ভারতীয় দলের আজ সকালে দেশে ফেরার তাড়ায় বিষয়টি নিয়ে বেশি অপেক্ষার সুযোগ ছিল না। কৌর নিজের ‘অপরাধ’ স্বীকার করে নেওয়ায় তাঁর আর শুনানির প্রয়োজন হয়নি। সূত্র জানায়, ভারতীয় অধিনায়ক যদি শুনানিতে আসতেন, সে ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও হয়তো বাড়তে পারত।
ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্যে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির কর্মকর্তারা। তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন:
আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
৯ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১১ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১১ ঘণ্টা আগেআগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
১২ ঘণ্টা আগে