নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়েছেন খুলনা টাইগার্সের আজম খান ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান। দুজনেই তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি। তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দুই ‘খানের’ লড়াইয়ে জয়টা উসমান খানেরই হলো।
সেঞ্চুরি পেলেও আজম খানের খুলনা ৯ উইকেটে হেরে যায় চট্টগ্রামের কাছে। চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে জয় পেলেও টানা দ্বিতীয় হার দেখল খুলনা।
বিপিএলের গত টুর্নামেন্টে একই ম্যাচে কুমিল্লার হয়ে ফাফ ডু প্লেসিস এবং খুলনার হয়ে আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি করেন। বিপিএলে সব মিলিয়ে এটি জোড়া সেঞ্চুরির চতুর্থ ঘটনা।
খুলনার দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে তাড়া করে চট্টগ্রাম।
ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও উসমান খান জয়ের ভিত গড়ে দেন চট্টগ্রামকে। প্রথম উইকেটে দুজনে মিলে তোলেন ১৪১ রান। ১৫তম ওভারের পঞ্চম বলে ডাউডকে আউট করে এই জুটি ভাঙেন স্পিনার নাহিদুল ইসলাম। ততক্ষণে চট্টগ্রামও জয়ের কাছাকাছি পৌঁছে যায়।
আউট হওয়ার আগে ৫০ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন নেদারল্যান্ডসের ব্যাটার ডাউড। ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৫ চারের বাউন্ডারি।
৫৫ বল খেলে উসমান তুলে নেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত থেকে দলের জয়ে নিয়ে ড্রেসিংরুমে ফেরেন এই ব্যাটার। ঝোড়ো ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার বাউন্ডারি।
খুলনার হয়ে নাহিদুল ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন আজম খান। চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করে খেলেছেন ৫৮ বলে ১০৯ রানের ইনিংস। বিপিএলের এই আসরে এটাই ছিল প্রথম সেঞ্চুরি।
আজম খানের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে খুলনা।
টি-টোয়েন্টিতে এর আগে আজম খানের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৮ রান। ৮ ছক্কা ও ৯ চারে ১৮৭ স্ট্রাইকরেটে টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরির জন্য শেষ ওভারে আজমের প্রয়োজন ছিল আরও ৮ রান। ৪ বল ব্যাট করার সুযোগ পেয়ে চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে সিঙ্গেলের সঙ্গে দুটি ছক্কা ও একটি চার মারেন পাকিস্তানি ব্যাটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়েছেন খুলনা টাইগার্সের আজম খান ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান। দুজনেই তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি। তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দুই ‘খানের’ লড়াইয়ে জয়টা উসমান খানেরই হলো।
সেঞ্চুরি পেলেও আজম খানের খুলনা ৯ উইকেটে হেরে যায় চট্টগ্রামের কাছে। চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে জয় পেলেও টানা দ্বিতীয় হার দেখল খুলনা।
বিপিএলের গত টুর্নামেন্টে একই ম্যাচে কুমিল্লার হয়ে ফাফ ডু প্লেসিস এবং খুলনার হয়ে আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি করেন। বিপিএলে সব মিলিয়ে এটি জোড়া সেঞ্চুরির চতুর্থ ঘটনা।
খুলনার দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে তাড়া করে চট্টগ্রাম।
ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও উসমান খান জয়ের ভিত গড়ে দেন চট্টগ্রামকে। প্রথম উইকেটে দুজনে মিলে তোলেন ১৪১ রান। ১৫তম ওভারের পঞ্চম বলে ডাউডকে আউট করে এই জুটি ভাঙেন স্পিনার নাহিদুল ইসলাম। ততক্ষণে চট্টগ্রামও জয়ের কাছাকাছি পৌঁছে যায়।
আউট হওয়ার আগে ৫০ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন নেদারল্যান্ডসের ব্যাটার ডাউড। ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৫ চারের বাউন্ডারি।
৫৫ বল খেলে উসমান তুলে নেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত থেকে দলের জয়ে নিয়ে ড্রেসিংরুমে ফেরেন এই ব্যাটার। ঝোড়ো ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার বাউন্ডারি।
খুলনার হয়ে নাহিদুল ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন আজম খান। চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করে খেলেছেন ৫৮ বলে ১০৯ রানের ইনিংস। বিপিএলের এই আসরে এটাই ছিল প্রথম সেঞ্চুরি।
আজম খানের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে খুলনা।
টি-টোয়েন্টিতে এর আগে আজম খানের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৮ রান। ৮ ছক্কা ও ৯ চারে ১৮৭ স্ট্রাইকরেটে টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরির জন্য শেষ ওভারে আজমের প্রয়োজন ছিল আরও ৮ রান। ৪ বল ব্যাট করার সুযোগ পেয়ে চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে সিঙ্গেলের সঙ্গে দুটি ছক্কা ও একটি চার মারেন পাকিস্তানি ব্যাটার।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে