মিরপুরে সেঞ্চুরিতেই গিলক্রিস্ট-ম্যাককালামদের পাশে ভেরেইনে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৬: ০৭
Thumbnail image

মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন—দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকদের মধ্যে দলে সাফল্য এনে দেওয়ার পরম্পরা বহু পুরোনো। সেই ধারাবাহিতায় যেন যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—কাইল ভেরেইনে। প্রথমবার বাংলাদেশ সফরে এসেই পেলেন সেঞ্চুরি। 

সেই সেঞ্চুরিটিও এলো দলের প্রয়োজনের সময়। প্রথম ইনিংসে ৩০৮ রানে থামা প্রোটিয়াদের ১১৪ রানই এসেছে ভেরেইনের ব্যাট থেকে। ১৮ রানে দিনে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন উইয়ান মুলদার। দক্ষিণ আফ্রিকা আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।

মুলদার ৫৪ রানে থামলেও টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তোলে নেন ভেরেইনা। সেই সঙ্গে গড়েছেন এই কীর্তিও। বাংলাদেশের মাটিতে সফরকারী কোনো দলের ১০ম উইকেটরক্ষক হিসেবে টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি। এই কীর্তিটি প্রথম করেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১-০২ মৌসুমে চট্টগ্রামে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। 

ভেরেইনের আগে সবশেষ এই কীর্তিটি ছিল লোরকান টাকারের। গত বছর মিরপুরে ১০৮ রানের ইনিংস খেলেন আইরিশ উইকেটরক্ষক। এছাড়া নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টও বাংলাদেশে এসে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। 

বাংলাদেশে সফরকারী উইকেটরক্ষকদের টেস্ট সেঞ্চুরি

রান          ব্যাটার                       দল                     ভেন্যু           মৌসুম 
১১৪*        অ্যান্ডি ফ্লাওয়ার            জিম্বাবুয়ে             চট্টগ্রাম        ২০০১-০২
১৪৩         ব্রেন্ডন ম্যাককালাম      নিউজিল্যান্ড        ঢাকা            ২০০৪-০৫
১৫৩        তাতেন্দা তাইবু              জিম্বাবুয়ে             ঢাকা            ২০০৫-০৬
১৪৪         অ্যাডাম গিলক্রিস্ট       অস্ট্রেলিয়া           ফতুল্লা          ২০০৬
১২৬*        দিনেশ রামদিন           ওয়েস্ট ইন্ডিজ      মিরপুর        ২০১২-১৩
১০৩         বিজে ওয়াটলি              নিউজিল্যান্ড        চট্টগ্রাম        ২০১৩-১৪
১০০*        দিনেশ চান্দিমাল          শ্রীলঙ্কা                চট্টগ্রাম        ২০১৩-১৪
১০১         রেগিস চাকাবা              জিম্বাবুয়ে             খুলনা           ২০১৪-১৫
১০৮        লোরকান টাকার           আয়ার‍ল্যান্ড         মিরপুর        ২০২৩
১১৪         কাইল ভেরেইনে           দক্ষিণ আফ্রিকা    মিরপুর        ২০২৪-২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত