‘গোপন’ কথাটি বলতে চান না মুশফিক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০: ০১
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০১: ৫৯

ঘরের মাঠে সর্বশেষ জেতা নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন মুশফিকুর রহিম। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাট হাতে তাই ছন্দ ফিরে পেতে মুশফিক ছুটে গিয়েছিলেন তাঁর বিকেএসপির শিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের কাছে। তবে ব্যাটিংয়ে উন্নতি করা নিয়ে গুরু-ছাত্রের মধ্যে কী কথা হয়েছিল সেসব রাখতে চান নিজেদের মধ্যে। 

ভক্তদের সঙ্গে গতকাল শুক্রবার এক নৈশভোজ অনুষ্ঠান শেষে মুশফিক জানিয়েছেন, তার ব্যাটিংয়ের বিষয় নিয়ে সব সময় কথা হয় ফাহিমের সঙ্গে। এবারও গিয়েছিলেন তাঁর ব্যাটিংয়ের কিছু কৌশলগত বিষয় নিয়ে কথা বলার জন্য। নৈশভোজ অনুষ্ঠান শেষে মুশফিক বলেছেন,‘এসব আমার আর স্যারের ভেতরের কথা। স্যারদের সঙ্গে শুধু এখন না সবসময়ই কাজ করি। বিশেষ করে ফাহিম স্যার আর মতি স্যার এই দুজন কোচ আছেন। ব্যাটিংটা আমি সবসময় তাদের সঙ্গে শেয়ার করি এবং কথা বলার চেষ্টা করি। কিছু জায়গা ছিল, আমরা যেগুলো উন্নত করার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে বেশ ভালো অনুভব হয়েছে। কিছু জিনিস আমরা অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করেছি, ভিডিও করেছি।’ 

মুশফিক কথা বলেছেন তাঁর অধিনায়কত্বের সময় লেগ স্পিনার সংকট নিয়েও ৷ এখনো বাংলাদেশ দল সে সংকট থেকে বের হতে পারেনি ৷ যদিও ওমানে একজন লেগ স্পিনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে রিজার্ভ হিসেবে। দলে লেগ স্পিনারের প্রয়োজনীয়তা নিয়ে মুশফিক বললেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম। আমিও ভুক্তভোগী ছিলাম। আমার টিমে যদি একটা লেগ স্পিনার থাকত তাহলে অন্যরকম হতো। শেষ ১০–১৫ বছরে আমরা কোনো লেগ স্পিনার তৈরি করতে পারিনি। আমি নিজেও এর সঙ্গে জড়িত।’ 

দলে কোনো লিগ স্পিনার ছাড়াই অবশ্য ঘরের মাঠে সর্বশেষ দুটি সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে একটা দল হয়ে খেলে। মুশফিক মনে করেন এই ধারা বিশ্বকাপে ধরে রাখতে পারলে বিশ্বকাপের শেষ চারে খেলা সম্ভব, ‘তিনটা সিরিজে বাংলাদেশ জিতেছে। আমি মনে করি এটা একটা খুব বড় ভালো লক্ষণ, এবং এই মিশ্রণটা যেটা আমি বললাম সিনিয়ররা যদি থাকে, দল হিসেবে যদি আমরা যে লাস্ট কয়েকটা সিরিজ খেলেছি, এভাবে যদি পারফরম্যান্স করতে পারি আমি মনে করি যে অবশ্যই শীর্ষ চারে যাওয়ার আমাদের সক্ষমতা আছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত