Ajker Patrika

১২ লাখ রুপি জরিমানা গুনলেন কোহলিদের অধিনায়ক 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭: ০৩
১২ লাখ রুপি জরিমানা গুনলেন কোহলিদের অধিনায়ক 

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল তীরে এসে তরি ডুবিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কলকাতার ইডেন গার্ডেনসে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ আরসিবি হেরেছে ১ রানে। ম্যাচ শেষে দুঃসংবাদও শুনেছে দলটি।

স্লো ওভার রেটের কারণে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিকে করা হয়েছে ১২ লাখ রুপি জরিমানা। বাংলাদেশি মুদ্রায় তা ১৫ লাখ ৭৮ হাজার টাকা। এবারের মৌসুমে এটাই আরসিবির স্লো ওভার রেটের প্রথম অপরাধ। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক জনাব ফাফ ডু প্লেসিকে জরিমানা করা হয়েছে। টাটা আইপিএল ২০২৪ এর ৩৬ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাঁর দল স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে। ২০২৪ সালের ২১ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে হয়েছে এই ম্যাচ।’

ইডেন গার্ডেনস পেরিয়ে পাঞ্জাবের মুল্লানপুর—আইপিএলে গতকাল ছিল যে জরিমানারই দিন। পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। গুজরাট টাইটানসের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আইপিএলের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে ১ নম্বর ধারা ভাঙার অভিযোগ উঠেছে। এক মিডিয়া বিজ্ঞপ্তিতে আইপিএল বলেছে, ‘তিনি (কারান) তাঁর অপরাধ স্বীকার করেছেন ও ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। আচরণবিধির ১ নম্বর ধারা ভাঙার জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’ আম্পায়ারের সিদ্ধান্তে মাত্রাতিরিক্ত অসন্তোষ প্রকাশ করা, খেলা শুরু করা বা উইকেট ছেড়ে চলে যাওয়ায় দেরি করা, মাথা ঝাঁকানো, এলবিডব্লুর সময় ইনসাইড এজের দিকে ইঙ্গিত করা, কট বিহাইন্ডের সময় প্যাডকে ইঙ্গিত করা, আম্পায়ারের থেকে টুপি ছিনিয়ে নেওয়া—এগুলো অনুচ্ছেদ ২.৮ এর আওতাধীন।

ডু প্লেসির সঙ্গে কারানকে গতকাল এক বিন্দুতে মিলিয়েছে জরিমানা ও ম্যাচের ফল। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাঞ্জাব ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে গুজরাট ৭ উইকেটে করেছে ১৪৬ রান। ৪ ও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ ও ১০ নম্বরে পাঞ্জাব ও আরসিবি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে গুজরাট। সমান ৮ পয়েন্ট পেয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় চার ও পাচ নম্বরে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চেন্নাই, লক্ষৌ ও গুজরাটের নেট রানরেট +০.৫২৯, +০.১২৩ ও-১.০৫৫।

ইডেনে গতকাল বিকেলে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচটিই ছিল ঘটনাবহুল। আরসিবির ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি। কোহলির ঘটনার রেশ কাটতে না কাটতে ১৮ তম ওভার শেষে ঘটে আরেক ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত