ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ কয়েক ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মার্কাস স্টয়নিস। ব্যাটিং, বোলিং কোনোটাতেই ছন্দে ছিলেন না তিনি। বাদ পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে।
২০২৪ আইপিএলেও শুরুটা স্টয়নিস যে আহামরি করেছেন, তেমনও নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ম্যাচে এক ফিফটি ছাড়া বলার মতো কিছু ছিল না। চিপকে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি নামলেন ৩ নম্বরে। আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেললেন ব্যাটিং অর্ডার পরিবর্তনের পর। আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ৫৬ বলে। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ১৩ চারের পাশাপাশি মেরেছেন ৬ ছক্কা। যেখানে শেষ ওভার বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমানকে ৬, ৪, ৪ মেরে লক্ষ্ণৌকে জিতিয়ে মাঠ ছেড়েছেন স্টয়নিস। ফিজের মুখোমুখি হওয়া বল থেকেই স্টয়নিস নিয়েছেন ৩৪ রান।
২৬ মে শেষ হচ্ছে এবারের আইপিএল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইঙ্গিতই যেন দিলেন স্টয়নিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথা আমি জেনেছি আগেই। চুক্তিতে না থাকার পরও আমি খুশি। ছোট ছেলেরা এসে সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। তারা যে আমার জায়গা নিচ্ছে, তাতে খুশি। আমি খেলতে চাই।’
৩ নম্বরে ব্যাটিংয়ে নামা স্টয়নিস গতকাল এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলেছেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৫৫, ৭০ ও ৫৫ রানের তিনটি জুটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন স্টয়নিস। দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান ও দীপক হুদার সঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে জুটি তিনটি করেছেন। যেখানে পুরান ও হুদার সঙ্গে স্টয়নিসের জুটি দুটি এসেছে ৩৪ ও ১৯ বলে। স্টয়নিস বলেন, ‘এটা শুধু মেরে খেলাই ছিল না, অনেক ওঠা-নামার ভেতর দিয়ে যেতে হয়েছে। কয়েকজন বোলারকে লক্ষ্য করে আমরা খেলেছি। কয়েকজনের বিপক্ষে সচেতন হয়ে খেলেতে হয়েছে। নিকি পুরান দারুণ ইনিংস খেলেছে। হুদাও ভালো খেলেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ কয়েক ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মার্কাস স্টয়নিস। ব্যাটিং, বোলিং কোনোটাতেই ছন্দে ছিলেন না তিনি। বাদ পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে।
২০২৪ আইপিএলেও শুরুটা স্টয়নিস যে আহামরি করেছেন, তেমনও নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ম্যাচে এক ফিফটি ছাড়া বলার মতো কিছু ছিল না। চিপকে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি নামলেন ৩ নম্বরে। আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেললেন ব্যাটিং অর্ডার পরিবর্তনের পর। আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ৫৬ বলে। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ১৩ চারের পাশাপাশি মেরেছেন ৬ ছক্কা। যেখানে শেষ ওভার বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমানকে ৬, ৪, ৪ মেরে লক্ষ্ণৌকে জিতিয়ে মাঠ ছেড়েছেন স্টয়নিস। ফিজের মুখোমুখি হওয়া বল থেকেই স্টয়নিস নিয়েছেন ৩৪ রান।
২৬ মে শেষ হচ্ছে এবারের আইপিএল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইঙ্গিতই যেন দিলেন স্টয়নিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথা আমি জেনেছি আগেই। চুক্তিতে না থাকার পরও আমি খুশি। ছোট ছেলেরা এসে সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। তারা যে আমার জায়গা নিচ্ছে, তাতে খুশি। আমি খেলতে চাই।’
৩ নম্বরে ব্যাটিংয়ে নামা স্টয়নিস গতকাল এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলেছেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৫৫, ৭০ ও ৫৫ রানের তিনটি জুটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন স্টয়নিস। দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান ও দীপক হুদার সঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে জুটি তিনটি করেছেন। যেখানে পুরান ও হুদার সঙ্গে স্টয়নিসের জুটি দুটি এসেছে ৩৪ ও ১৯ বলে। স্টয়নিস বলেন, ‘এটা শুধু মেরে খেলাই ছিল না, অনেক ওঠা-নামার ভেতর দিয়ে যেতে হয়েছে। কয়েকজন বোলারকে লক্ষ্য করে আমরা খেলেছি। কয়েকজনের বিপক্ষে সচেতন হয়ে খেলেতে হয়েছে। নিকি পুরান দারুণ ইনিংস খেলেছে। হুদাও ভালো খেলেছে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে