নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’
ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে