ক্রীড়া ডেস্ক
সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে রোহিত শর্মার। সাড়ে ৮ মাস ব্যবধানে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেই তুলনায় টেস্টে কিছুটা ম্লান তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাজে পারফরম্যান্সের কারণে অনেক সমালোচিত হয়েছেন।
শোনা যাচ্ছে, টেস্টে ফিরতে রোহিতের আরও বেশি সময় লাগবে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র আজকের এক প্রতিবেদনে জানা গেছে, এ বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিতে পারেন। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রোহিত নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। রোহিত না থাকলেও বিরাট কোহলির ইংল্যান্ড সিরিজে খেলার সম্ভাবনা বেশি বলে সূত্র জানিয়েছে। ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
রোহিতের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ভারত। তখনো পর্যন্ত ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ছিল ভারতের। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ভারত ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পরই পাল্টাতে থাকে দৃশ্যপট। এই সিরিজে অধিনায়ক, ব্যাটার রোহিত সব দিক থেকেই ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত হারে ৩-১ ব্যবধানে। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যায় ভারত।
নিউজিল্যান্ড সিরিজে রোহিতের তো একটা ফিফটি ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের পাঁচ ইনিংস মিলে করেছেন ৩১ রান। এই তিন ম্যাচে রোহিত খেলেছেন অধিনায়ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে রোহিতের এখন পর্যন্ত শেষ ম্যাচ। কোহলিও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আহামরি ফর্মে ছিলেন না। পার্থে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া আর কোনো ম্যাচে তাঁর ব্যাট হাসেনি।
সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে রোহিত শর্মার। সাড়ে ৮ মাস ব্যবধানে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেই তুলনায় টেস্টে কিছুটা ম্লান তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাজে পারফরম্যান্সের কারণে অনেক সমালোচিত হয়েছেন।
শোনা যাচ্ছে, টেস্টে ফিরতে রোহিতের আরও বেশি সময় লাগবে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র আজকের এক প্রতিবেদনে জানা গেছে, এ বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিতে পারেন। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রোহিত নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। রোহিত না থাকলেও বিরাট কোহলির ইংল্যান্ড সিরিজে খেলার সম্ভাবনা বেশি বলে সূত্র জানিয়েছে। ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
রোহিতের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ভারত। তখনো পর্যন্ত ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ছিল ভারতের। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ভারত ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পরই পাল্টাতে থাকে দৃশ্যপট। এই সিরিজে অধিনায়ক, ব্যাটার রোহিত সব দিক থেকেই ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত হারে ৩-১ ব্যবধানে। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যায় ভারত।
নিউজিল্যান্ড সিরিজে রোহিতের তো একটা ফিফটি ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের পাঁচ ইনিংস মিলে করেছেন ৩১ রান। এই তিন ম্যাচে রোহিত খেলেছেন অধিনায়ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে রোহিতের এখন পর্যন্ত শেষ ম্যাচ। কোহলিও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আহামরি ফর্মে ছিলেন না। পার্থে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া আর কোনো ম্যাচে তাঁর ব্যাট হাসেনি।
হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
২২ মিনিট আগেবাংলাদেশ সময় আজ বিকেল ৮টায় মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের মুম্বাই।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উৎসবের আমেজ। ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন তাঁদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন।
৩ ঘণ্টা আগে