নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়ে আফিফ হোসেনও। অনেক দিন ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার হঠাৎ করে দল থেকে বাদ পড়ার পর আলোচনা হচ্ছে, এ বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও আফিফ দুজনই আছেন বিবেচনায়। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তামিম বলেন, ‘এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে (খেলোয়াড়) দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি।’
এরপরই তামিম বলেন, ‘এমনকি আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে, অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা-দুটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ এলে আরও ভালো অবস্থায় থাকব বিশ্বকাপে...। যেকোনো একটা সময় তো যাচাইবাছাই বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’
দলের সাত নম্বর ব্যাটিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। যেখান নেমে ম্যাচ শেষ করে আসতে হয়। মেহেদী হাসান মিরাজ সেই পজিশনে এখন ব্যাটিং করছেন। সাত নম্বরে মিরাজের ওপরই আস্থা রাখছে দল? এ ব্যাপারে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। এই সমন্বয়গুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।’
তামিম যোগ করেন, ‘৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোনো একদিন কারও যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাছে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।’
নিজদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়ে আফিফ হোসেনও। অনেক দিন ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার হঠাৎ করে দল থেকে বাদ পড়ার পর আলোচনা হচ্ছে, এ বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও আফিফ দুজনই আছেন বিবেচনায়। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তামিম বলেন, ‘এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে (খেলোয়াড়) দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি।’
এরপরই তামিম বলেন, ‘এমনকি আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে, অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা-দুটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ এলে আরও ভালো অবস্থায় থাকব বিশ্বকাপে...। যেকোনো একটা সময় তো যাচাইবাছাই বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’
দলের সাত নম্বর ব্যাটিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। যেখান নেমে ম্যাচ শেষ করে আসতে হয়। মেহেদী হাসান মিরাজ সেই পজিশনে এখন ব্যাটিং করছেন। সাত নম্বরে মিরাজের ওপরই আস্থা রাখছে দল? এ ব্যাপারে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মিরাজ তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই। এই সমন্বয়গুলোই গত সিরিজ বলেন, সামনের কয়েকটা সিরিজে আমরা দেখব।’
তামিম যোগ করেন, ‘৬ জন বোলার থাকলে অপশন থাকে। ৫টা বোলারের যেকোনো একদিন কারও যদি খারাপ যায়, তাহলে দল এবং অধিনায়কের সুবিধা হয়। এ কম্বিনেশনগুলো আমরা দেখছি। ওই পজিশনের জন্য আমাদের কাছে ২-৩ জন খেলোয়াড় আছে। দলের পছন্দ অনুযায়ী নেওয়া হবে, কে খেলবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪৪ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে