ক্রীড়া ডেস্ক
সিলেটে গতকাল ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ শেষ হতেই দেখা গেল তামিম ইকবালের রুদ্রমূর্তি। যেহেতু তামিম বরিশালের অধিনায়ক এবং হাতের নাগালে থাকা ম্যাচ ফস্কে গেছে, স্বাভাবিকভাবেই হারটা তাঁর মাথা গরমের কারণ মনে হতে পারে। কিন্তু পরে জানা গেল ভিন্ন কিছু।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হওয়ার কারণ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি।
মাঠের ঝগড়া মাঠেই অবশ্য থেমে থাকেনি। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকে। ইংলিশ টপ অর্ডার ব্যাটারের দাবি, ব্যক্তিগত আক্রমণের শুরুটা তামিমই করেছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের এই ক্রিকেটারের এর আগেও লেগেছে। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন। জনি বেয়ারস্টোর সঙ্গে করমর্দন করতে গেলে তাঁর (বেয়ারস্টো) আচরণ পছন্দ হয়নি তামিমের। বাংলাদেশের ওপেনার প্রতিক্রিয়া দেখানোর আগেই বেন স্টোকস এসে তাঁর (তামিম) কাঁধে ধাক্কা মেরেছিলেন। ঝামেলা বাড়ার আগেই তামিম-স্টোকসদের বুঝিয়ে সামাল দিয়েছিলেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়াই করতে তামিম পছন্দ করেন, সেটা ৯ বছর পর গতকাল সিলেটে সেটা দেখা গেল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে এসেছে তামিম-হেলসের ঝগড়ার প্রসঙ্গ। ছোটো ভাই তামিমের মেজাজ হঠাৎ কেন বিগড়ে গেল, সেই ব্যাপারে নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলেছিলেন তিনি (হেলস)। সেটার প্রতিক্রিয়াতেই এমনটা ঘটেছে। তবে গুরুতর কিছু নয় বলে আমার মনে হচ্ছে।’
সিলেটে গতকাল ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ শেষ হতেই দেখা গেল তামিম ইকবালের রুদ্রমূর্তি। যেহেতু তামিম বরিশালের অধিনায়ক এবং হাতের নাগালে থাকা ম্যাচ ফস্কে গেছে, স্বাভাবিকভাবেই হারটা তাঁর মাথা গরমের কারণ মনে হতে পারে। কিন্তু পরে জানা গেল ভিন্ন কিছু।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হওয়ার কারণ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি।
মাঠের ঝগড়া মাঠেই অবশ্য থেমে থাকেনি। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকে। ইংলিশ টপ অর্ডার ব্যাটারের দাবি, ব্যক্তিগত আক্রমণের শুরুটা তামিমই করেছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের এই ক্রিকেটারের এর আগেও লেগেছে। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন। জনি বেয়ারস্টোর সঙ্গে করমর্দন করতে গেলে তাঁর (বেয়ারস্টো) আচরণ পছন্দ হয়নি তামিমের। বাংলাদেশের ওপেনার প্রতিক্রিয়া দেখানোর আগেই বেন স্টোকস এসে তাঁর (তামিম) কাঁধে ধাক্কা মেরেছিলেন। ঝামেলা বাড়ার আগেই তামিম-স্টোকসদের বুঝিয়ে সামাল দিয়েছিলেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়াই করতে তামিম পছন্দ করেন, সেটা ৯ বছর পর গতকাল সিলেটে সেটা দেখা গেল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে এসেছে তামিম-হেলসের ঝগড়ার প্রসঙ্গ। ছোটো ভাই তামিমের মেজাজ হঠাৎ কেন বিগড়ে গেল, সেই ব্যাপারে নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলেছিলেন তিনি (হেলস)। সেটার প্রতিক্রিয়াতেই এমনটা ঘটেছে। তবে গুরুতর কিছু নয় বলে আমার মনে হচ্ছে।’
তাঁরা অবসর নিয়েছেন অনেক বছরই হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হল অব ফেম’ চালু করেছে ২০২১ সাল থেকে। বিশেষ এই সম্মাননার তালিকায় এবার যুক্ত করা হয়েছে ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, মুশতাক মোহাম্মদ ও সাইদ আনোয়ারকে। পিসিবির হল অব ফেমে এ নিয়ে সদস্য সংখ্যা হলো ১৪ জন।
৩২ মিনিট আগেপ্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের এক আর দুইয়ের ম্যাচ, উত্তাপ থাকাটা স্বাভাবিক। তা ছাড়া রহমতগঞ্জ চেয়েছিল মোহামেডানকে হারিয়ে তাদের আশপাশে থাকতে। সেটা আর হলো কই! উল্টো আজ মাঠের লড়াইয়ে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে পুরান ঢাকার ক্লাবটিকে আরও পেছনে ফেলল সাদা-কালোরা। টানা ৭ জয়ে লিগে মোহামেডানের পয়েন্ট এখন ২১। দু
১ ঘণ্টা আগেমেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবারের বিপিএলে শুরুটা দারুণ করে খুলনা টাইগার্স। প্রথম দুই ম্যাচের দুটিতে খুলনা জেতে হেসেখেলে। অবশেষে দলটি টুর্নামেন্টে আজ প্রথম হারের স্বাদ পেল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনাকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে২০১৭ সালেই শেষ হয়ে যায় যুবরাজ সিংয়ের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। তার আগে ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে কয়েক বছর সেভাবে খেলা হয়নি এই অলরাউন্ডারের। ভারতের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। তারপরও শেষটা স্মরণীয় হয়নি যুবরাজের। ওই সময়ের অধিনায়ক বিরাট কোহলির অনড় মনোভাবের জন্যই নাকি এক রকম চ
৩ ঘণ্টা আগে