Ajker Patrika

কোহলি-ধোনির লড়াইয়ে বৃষ্টির আশঙ্কা, প্লে-অফে যাচ্ছে কোন দল 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ মে ২০২৪, ১৪: ৪২
কোহলি-ধোনির লড়াইয়ে বৃষ্টির আশঙ্কা, প্লে-অফে যাচ্ছে কোন দল 

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু দুটি দল চাইলে এখন এ কথা ভাবতেই পারে। গুজরাটের প্লে-অফে যাওয়ার সম্ভাবনাটুকু নষ্ট করে বৃষ্টি। অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলে যায় বেঙ্গালুরুর। তবে আগামীকাল বিরাট কোহলি-মাহেন্দ্র সিং ধোনির লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। 

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বেঙ্গালুরু। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে প্লে-অফে উঠবে চেন্নাই। বর্তমানে ১৪ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ ও ৬ নম্বরে রয়েছে চেন্নাই ও বেঙ্গালুরু। অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, ম্যাচের দিন ৭৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিসহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনের বেশির ভাগ সময়। বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

এ তো গেল বৃষ্টির কথা। বৃষ্টি না হলে এই ম্যাচটা এক অর্থে চেন্নাই-বেঙ্গালুরু দল দুটির কাছে ‘বাঁচা-মরার ম্যাচ’। কারণ হারলে লিগ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের। চেন্নাই ও বেঙ্গালুরুর নেট রানরেট ‍+ ০.৫২৮ ও ‍+ ০.৩৮৭। ধরে নেওয়া যাক, চেন্নাই প্রথমে ব্যাটিং করে ২০০ রান করল। বেঙ্গালুরুকে সেই রান তাড়া করে জিততে হবে ১১ বল হাতে রেখে। মানে ১৮.১ ওভারে রান তাড়া করতে হবে কোহলি-ফাফ ডু প্লেসিদের। বৃষ্টির কারণে ওভার কমে গেলে ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী সমীকরণটা হবে একেক রকম। একই ২০১ রানের লক্ষ্য তাড়া করতে হবে ১৭.১ ওভারে। যদি ন্যূনতম ৫ ওভার ব্যাটিং করে বেঙ্গালুরু, তখন তাদের ৮১ রান তাড়া করতে হবে ১৯ বলে। 

বেঙ্গালুরু আগে ব্যাটিং করলে সমীকরণ অনেক সহজ তাদের জন্য। ১৮ রানে ম্যাচ জিতলেই তারা নিশ্চিত করবে প্লে-অফ। উদাহরণস্বরূপ—২০ ওভারের ম্যাচে বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে ২০০ রান করল। সেক্ষেত্রে চেন্নাইকে ১৮২ রানে আটকে ফেলতে হবে বেঙ্গালুরুর। সবচেয়ে কম ৫ ওভারের ম্যাচের হিসাবটা করলে দেখা যায়, বেঙ্গালুরু তখন ৮০ রান করল। চেন্নাইকে ৬২ রানে বেঁধে ফেললেই সেরা ৪ নিশ্চিত করবেন কোহলিরা। 

 ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল চেন্নাই ও বেঙ্গালুরু। ২২ মার্চের সেই ম্যাচে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছিল চেন্নাই। চিন্নস্বামীতে আগামীকাল বেঙ্গালুরুর জন্য থাকছে ‘প্রতিশোধের’ সুযোগও। সবার আগে এবার প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে কলকাতার শীর্ষ দুইয়ে থাকাও নিশ্চিত হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ১৩ মে হওয়ার কথা ছিল কলকাতা ও গুজরাট ম্যাচ। তবে বৃষ্টির বাগড়ায় এক বল মাঠে না গড়ালে নিশ্চিত হয় গুজরাটের বাদ পড়া। তাতে প্রথম কোয়ালিফায়ারের টিকিট কেটে ফেলে কলকাতা। কলকাতার পর রাজস্থান নিশ্চিত করেছে প্লে-অফ। তৃতীয় দল হিসেবে গত রাতে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জিতেছে বৃষ্টি। 

দিল্লি ক্যাপিটালস ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচে থাকলেও আইপিএল অভিযান কার্যত শেষ তাদের। লিগ পর্বের ১৪ ম্যাচের ১৪টিই তারা খেলে ফেলেছে। তাদের নেট রানরেট-০.৩৭৭। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আজ ১৪ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। তবে নেট রানরেটের বাধা টপকে প্লে-অফে ওঠা লক্ষ্ণৌর জন্য অসম্ভবই বলা চলে। লোকেশ রাহুলের দলের নেট রানরেট-০.৭৮৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত