Ajker Patrika

ট্রফি নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০: ১৬
ভারতকে হারিয়ে টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি
ভারতকে হারিয়ে টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি

আবারও সেই ডিসেম্বর মাস। বাংলাদেশের যুবাদের হাত ধরে এল আরও একটি শিরোপা। দুবাইয়ে গতকাল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দুইবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল শিরোপা নিয়ে আজ রাতে দেশে ফিরছে। বাংলাদেশ সময় রাত ১১ টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তামিমরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ থাকতে পারছেন না যুবাদের বরণ করতে। কারণ, ফারুক বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যস্ত দ্বিপক্ষীয় সিরিজে। যুবাদের তাই কী ধরনের সংবর্ধনা দেওয়া হবে সেটা এখনো স্পষ্ট নয়। ফারুক ফিরলেই সব বিস্তারিত জানা যাবে।

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতায় বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসায় সয়লাব সামাজিক মাধ্যম। নেটিজেনরা তো অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের যুবাদের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছার বার্তা দিয়েছেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনি গতকাল একই সঙ্গে ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা দুটি পুরস্কার জিতেছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের লক্ষ্য এবার বিশ্বকাপ।

দুবাইয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এসেছিল সেই শিরোপা। তৎকালীন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন ডিনার পার্টি দিয়েছিলেন চ্যাম্পিয়ন যুবাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত