ক্রীড়া ডেস্ক
ঘরের ছেলে বলে কথা। রবীচন্দ্রন অশ্বিনও চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দেখিয়েছেন তাঁর ক্যারিশমা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। তবে এই বিশাল জয়ের পরও নিজেকে নিয়ে বড়াই করেননি ভারতের এই স্পিনার।
সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে অশ্বিন কোনো উইকেট পাননি ঠিকই। তবে বোলিং ভেলকি দেখাতে যে দ্বিতীয় ইনিংসকেই বেছে নিয়েছিলেন। ঘূর্ণিজাদুতে ৮৮ রানে নিয়েছেন ৬ উইকেট। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই ছয় ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরি তো রয়েছেই।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পর অশ্বিন কথা বলেছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল,আর মুকুন্দ ও পার্থিব প্যাটেলের সঙ্গে। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্বিন বলেন, ‘এই টেস্টে কতটা অবদান রেখেছি, সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। বড় দায়িত্ব আছে আমার এখানে। আমি এখানে হরভজনের জায়গা নিতে এসেছি। জুনিয়র ক্রিকেট খেলার সময়ই হরভজনের অ্যাকশন কপি করতাম। তিনি আমার অনুপ্রেরণা।’
চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ভারত রীতিমতো বিপদে পড়ে। বাংলাদেশের বোলারদের আক্রমণে ৬ উইকেটে ১৪৪ রানে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়তে অবদান রাখেন অশ্বিন। ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেন অশ্বিন। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ দুটি সেঞ্চুরিই এসেছে চেন্নাইয়ে। বাংলাদেশ টেস্টের পর অশ্বিন বলেন,‘বোলিংটা আমার কাছে মূল প্রাধান্যের ব্যাপার। ব্যাটিংটা আপনাআপনি চলে আসে। তবে ব্যাটিংয়ে গত কয়েক বছর মনোযোগী হয়েছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৬ উইকেট নিয়ে টেস্টে এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন। ভারতীয় এই স্পিনার এমন কীর্তি গড়তে লেগেছে ১৯১ ইনিংস। তাতে ছুঁয়ে ফেলেন শেন ওয়ার্নকে। ওয়ার্ন তাঁর ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে ৩৭ বার নিয়েছিলেন ৫ উইকেট। বোলিং করেছিলেন ২৭৩ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে বিশাল জয়ের পর অশ্বিনকে প্রশংসায় ভাসান হার্শা ভোগলে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘৩৭ বার ইনিংসে ৫ উইকেট। ৬ সেঞ্চুরি। যদি আরও উন্নতি হয়, তাহলে অশ্বিন কিংবদন্তিদের তালিকায় চলে যাবে।’ ভারতীয় এই ধারাভাষ্যকার অশ্বিনকে ট্যাগ দিয়েছেন তাঁর পোস্টে।
ঘরের ছেলে বলে কথা। রবীচন্দ্রন অশ্বিনও চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দেখিয়েছেন তাঁর ক্যারিশমা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। তবে এই বিশাল জয়ের পরও নিজেকে নিয়ে বড়াই করেননি ভারতের এই স্পিনার।
সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে অশ্বিন কোনো উইকেট পাননি ঠিকই। তবে বোলিং ভেলকি দেখাতে যে দ্বিতীয় ইনিংসকেই বেছে নিয়েছিলেন। ঘূর্ণিজাদুতে ৮৮ রানে নিয়েছেন ৬ উইকেট। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই ছয় ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরি তো রয়েছেই।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পর অশ্বিন কথা বলেছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল,আর মুকুন্দ ও পার্থিব প্যাটেলের সঙ্গে। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্বিন বলেন, ‘এই টেস্টে কতটা অবদান রেখেছি, সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। বড় দায়িত্ব আছে আমার এখানে। আমি এখানে হরভজনের জায়গা নিতে এসেছি। জুনিয়র ক্রিকেট খেলার সময়ই হরভজনের অ্যাকশন কপি করতাম। তিনি আমার অনুপ্রেরণা।’
চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ভারত রীতিমতো বিপদে পড়ে। বাংলাদেশের বোলারদের আক্রমণে ৬ উইকেটে ১৪৪ রানে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়তে অবদান রাখেন অশ্বিন। ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেন অশ্বিন। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ দুটি সেঞ্চুরিই এসেছে চেন্নাইয়ে। বাংলাদেশ টেস্টের পর অশ্বিন বলেন,‘বোলিংটা আমার কাছে মূল প্রাধান্যের ব্যাপার। ব্যাটিংটা আপনাআপনি চলে আসে। তবে ব্যাটিংয়ে গত কয়েক বছর মনোযোগী হয়েছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৬ উইকেট নিয়ে টেস্টে এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন। ভারতীয় এই স্পিনার এমন কীর্তি গড়তে লেগেছে ১৯১ ইনিংস। তাতে ছুঁয়ে ফেলেন শেন ওয়ার্নকে। ওয়ার্ন তাঁর ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে ৩৭ বার নিয়েছিলেন ৫ উইকেট। বোলিং করেছিলেন ২৭৩ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে বিশাল জয়ের পর অশ্বিনকে প্রশংসায় ভাসান হার্শা ভোগলে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘৩৭ বার ইনিংসে ৫ উইকেট। ৬ সেঞ্চুরি। যদি আরও উন্নতি হয়, তাহলে অশ্বিন কিংবদন্তিদের তালিকায় চলে যাবে।’ ভারতীয় এই ধারাভাষ্যকার অশ্বিনকে ট্যাগ দিয়েছেন তাঁর পোস্টে।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪২ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে