টেস্ট মর্যাদা পাওয়ার দিনেই এমন কথা বললেন বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২২, ১২: ২২
Thumbnail image

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর পূর্ণ হলো আজ। ২০০০ সালের আজকের এই দিনে (২৬ জুন) আইসিসির স্থায়ী সদস্য দেশের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। 

কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রায় দুই যুগের পথচলায় খুঁড়িয়ে অথবা হোঁচট খেয়ে চলছে দল। গৌরবের মুহূর্ত এসেছে কমই। 

বাংলাদেশের ‘জন্মগত’ সমস্যা বা ঘাটতির জায়গা নিয়ে যেকোনো আলোচনার টেবিলে প্রাধান্য পেয়েছে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে না পারার বিষয়টি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরেও আশা জাগিয়ে বারবার নিরাশার গল্প লেখা থামছে না। কারণ খুঁজতে গিয়ে রাসেল ডমিঙ্গোও দেখছেন শেকড়ের দুর্বলতা। এ দেশের টেস্ট সংস্কৃতি এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি বলেই মনে করেন বাংলাদেশ কোচ। 

গত রাতে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনেও যেমন প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজকে প্রবলভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু পরে ঠিকই চাপ সরিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। 

আজ বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘দলের ঘাটতি কোথায়, পুরোপুরি বলা মুশকিল। সত্যি বলতে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে।

আশি-নব্বইয়ের দশকে তারা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। তারা জানে, টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়। ওদের আইকনিক অনেক ক্রিকেটার আছে। আমাদের (বাংলাদেশের) টেস্ট সংস্কৃতি এখনো সেখানে নেই, যেখানে থাকা উচিত ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত