আইসিসিতে তাহলে কত দিন রাজত্ব করতে পারবেন জয় শাহ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এ বছরের আগস্টে নতুন চেয়ারম্যান পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই পদে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি প্রধানের পদে পরিবর্তন যেমন এসেছে, তেমনি কাঠামোগতও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। 

জয় শাহর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর। তিনি তিন বছর মেয়াদে দুই দফায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন। যেখানে সাধারণত দুই বছর মেয়াদী তিন দফায় আইসিসি প্রধানের পদে থাকতে পারতেন।  দুবাইয়ে আইসিসির সবশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। আইসিসিও একই রাতে জানিয়েছে, এই সুপারিশ অনুমোদন পেতে তারা পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যের মাঝে তা প্রচার করা হবে।    

আইসিসির চেয়ারম্যান পদে এমন সুপারিশের যথাযথ কারণ অবশ্য জানা যায়নি। তবে এটুকু বুঝতে পারা গেছে, আইসিসির প্রশাসনিক কাঠামো উন্নত করতেই এমন চিন্তাভাবনা। আইসিসি বোর্ডের বিশ্বাস এতে চেয়ারম্যান, স্বাধীন পরিচালক উভয় পক্ষকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেবে। যে স্বাধীন পরিচালক আইসিসি বোর্ডে বসবেন, তাঁকে প্রতি দুই বছর পরপর নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সব মিলিয়ে ছয় বছরের মেয়াদের ব্যাপারটা তো আগের মতোই থাকছে। 

জয় শাহ এ বছরের ২৭ আগস্ট  বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বার্কলে। এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে। দুই মেয়াদে আইসিসির এই সম্মানজনক পদে চাকরি করছেন বার্কলে। 

বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শিরোপা হাতে বিসিসিআই সচিব জয় শাহ। পাশে আইসিসির সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে২০১৯ সালে অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ।  ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত