ক্রীড়া ডেস্ক
এ বছরের আগস্টে নতুন চেয়ারম্যান পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই পদে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি প্রধানের পদে পরিবর্তন যেমন এসেছে, তেমনি কাঠামোগতও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
জয় শাহর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর। তিনি তিন বছর মেয়াদে দুই দফায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন। যেখানে সাধারণত দুই বছর মেয়াদী তিন দফায় আইসিসি প্রধানের পদে থাকতে পারতেন। দুবাইয়ে আইসিসির সবশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। আইসিসিও একই রাতে জানিয়েছে, এই সুপারিশ অনুমোদন পেতে তারা পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যের মাঝে তা প্রচার করা হবে।
আইসিসির চেয়ারম্যান পদে এমন সুপারিশের যথাযথ কারণ অবশ্য জানা যায়নি। তবে এটুকু বুঝতে পারা গেছে, আইসিসির প্রশাসনিক কাঠামো উন্নত করতেই এমন চিন্তাভাবনা। আইসিসি বোর্ডের বিশ্বাস এতে চেয়ারম্যান, স্বাধীন পরিচালক উভয় পক্ষকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেবে। যে স্বাধীন পরিচালক আইসিসি বোর্ডে বসবেন, তাঁকে প্রতি দুই বছর পরপর নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সব মিলিয়ে ছয় বছরের মেয়াদের ব্যাপারটা তো আগের মতোই থাকছে।
জয় শাহ এ বছরের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বার্কলে। এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে। দুই মেয়াদে আইসিসির এই সম্মানজনক পদে চাকরি করছেন বার্কলে।
২০১৯ সালে অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে।
আরও পড়ুন:
এ বছরের আগস্টে নতুন চেয়ারম্যান পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই পদে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি প্রধানের পদে পরিবর্তন যেমন এসেছে, তেমনি কাঠামোগতও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
জয় শাহর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর। তিনি তিন বছর মেয়াদে দুই দফায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন। যেখানে সাধারণত দুই বছর মেয়াদী তিন দফায় আইসিসি প্রধানের পদে থাকতে পারতেন। দুবাইয়ে আইসিসির সবশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। আইসিসিও একই রাতে জানিয়েছে, এই সুপারিশ অনুমোদন পেতে তারা পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যের মাঝে তা প্রচার করা হবে।
আইসিসির চেয়ারম্যান পদে এমন সুপারিশের যথাযথ কারণ অবশ্য জানা যায়নি। তবে এটুকু বুঝতে পারা গেছে, আইসিসির প্রশাসনিক কাঠামো উন্নত করতেই এমন চিন্তাভাবনা। আইসিসি বোর্ডের বিশ্বাস এতে চেয়ারম্যান, স্বাধীন পরিচালক উভয় পক্ষকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেবে। যে স্বাধীন পরিচালক আইসিসি বোর্ডে বসবেন, তাঁকে প্রতি দুই বছর পরপর নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সব মিলিয়ে ছয় বছরের মেয়াদের ব্যাপারটা তো আগের মতোই থাকছে।
জয় শাহ এ বছরের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বার্কলে। এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে। দুই মেয়াদে আইসিসির এই সম্মানজনক পদে চাকরি করছেন বার্কলে।
২০১৯ সালে অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
২ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
৩ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে