ক্রীড়া ডেস্ক
চাপের মুখেই সাকিব আল হাসান যেন দারুণ খেলছেন। লাহোরে আজ পাকিস্তানের বিপক্ষে সামাল দিয়েছেন প্রাথমিক সামলে টেনে তুলেছেন বাংলাদেশকে। এরই মধ্যে ফিফটিও করে ফেলছেন তিনি। সুখবর পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রকাশিত র্যাঙ্কিংয়েও।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব। দুই ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে আজ পাকিস্তানের বিপক্ষে ৫৭ বলে ৭ চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে তা সাকিবের ৫৪ তম ফিফটি। মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে ১২০ বলে ১০০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাকিব।
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরাও। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৭টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের এই দুই পেসার। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন শাহিন। আর ১৪ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন রউফ। র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে এখন নাসিম শাহ। ১৩ ধাপ এগিয়েছেন পাকিস্তানের এই পেসার। পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মাহিশ তিকশানা। ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন লঙ্কান এই স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
চাপের মুখেই সাকিব আল হাসান যেন দারুণ খেলছেন। লাহোরে আজ পাকিস্তানের বিপক্ষে সামাল দিয়েছেন প্রাথমিক সামলে টেনে তুলেছেন বাংলাদেশকে। এরই মধ্যে ফিফটিও করে ফেলছেন তিনি। সুখবর পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রকাশিত র্যাঙ্কিংয়েও।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব। দুই ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে আজ পাকিস্তানের বিপক্ষে ৫৭ বলে ৭ চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে তা সাকিবের ৫৪ তম ফিফটি। মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে ১২০ বলে ১০০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাকিব।
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরাও। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৭টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের এই দুই পেসার। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন শাহিন। আর ১৪ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন রউফ। র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে এখন নাসিম শাহ। ১৩ ধাপ এগিয়েছেন পাকিস্তানের এই পেসার। পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মাহিশ তিকশানা। ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন লঙ্কান এই স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
১ ঘণ্টা আগেদুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার...
২ ঘণ্টা আগেমিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ভোরে ক্রাইস্টচার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলাগুলো দেখবেন যেসব টিভি চ্যানেলে—
৩ ঘণ্টা আগেপাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
৪ ঘণ্টা আগে