নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'
ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৮ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১২ ঘণ্টা আগে