Ajker Patrika

ব্যাটিংয়ে নেদারল্যান্ডস, ধর্মশালায় বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা 

ক্রীড়া ডেস্ক
ব্যাটিংয়ে নেদারল্যান্ডস, ধর্মশালায় বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা 

গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। ১০ মাস পর আরও একটি আইসিসি ইভেন্টে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হয়েছে ঠিকই। তবে বৃষ্টির বাধায় এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়ারা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাব্রেইজ শামসির পরিবর্তে এসেছেন জেরাল্ড কোয়েটজি। কোয়েটসির সঙ্গে লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা এই দুই পেসার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম। অধিনায়ক বাভুমার সঙ্গে ওপেনিং করবেন কুইন্টন ডি কক।

নেদার‍ল্যান্ডসের একাদশেও একটি পরিবর্তন। রায়ান ক্লেইনের জায়গায় এসেছেন পেসার লোগান ফন বিক। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার।

স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।

বাংলাদেশ সময় বেলা ২টায় টস হয়ে আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় টস হয়েছে বেলা ৩টা ২ মিনিটে। সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পুরো ৫০ ওভার খেলার কথা ছিল। তবে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি। 

নেদাল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত