ক্রীড়া ডেস্ক
পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের কারণে ভালোই সমালোচনা সইছে কাউন্টি দল ইয়র্কশায়ার। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে দলটির, সরে দাঁড়িয়েছেন সভাপতিসহ একাধিক কর্মকর্তা। এবার একই কারণে বিবিসি রেডিওর ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকেও।
গত পরশু বৃহস্পতিবার ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক কলামে বলা হয়েছে, কয়েক বছর আগে ম্যাচ চলাকালীন আজিম রফিকসহ তিন এশিয়ান ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ভন। টেলিগ্রাফ লিখেছে, একসঙ্গে মাঠ ছাড়ার সময় তিন এশিয়ান ক্রিকেটারকে লক্ষ্য করে ভন ধারাভাষ্য প্যানেলে বলেছিলেন, ‘এদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত।’
টেলিগ্রাফের এই কলামের পর গতকাল ভনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিবিসি। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে নিই। ভনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে তা পুরোনো। মাইকেল বিষয়টি জোরের সঙ্গে অস্বীকার করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত, মাইকেল এখন থেকে বিবিসি ফাইভের সরাসরি অনুষ্ঠান ও ভন’স শোয়ে আর উপস্থাপক হিসেবে থাকছেন না।’
ইয়র্কশায়ারের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে ‘জাতিগত বিদ্বেষের’ অভিযোগ তুলেছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। বিদ্বেষমূলক মন্তব্যে লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ করেছিলেন রফিক। অভিযোগ আমলে নিয়ে গত বছর থেকে তদন্ত শুরু করে ইয়র্কশায়ার। অভিযোগ মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেছেন ক্লাবটির সভাপতি রজার হাটনসহ তিন কর্মকর্তা। দলটি হারাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। একই অভিযোগ আছে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালেন্সের দিকেও। ব্যালেন্স নিজেও স্বীকার করেছেন যে কিছু কিছু সময় সতীর্থদের দিকে বৈষম্যমূলক মন্তব্য করতেন এবং এ নিয়ে তিনি অনুতপ্তও।
পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের কারণে ভালোই সমালোচনা সইছে কাউন্টি দল ইয়র্কশায়ার। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে দলটির, সরে দাঁড়িয়েছেন সভাপতিসহ একাধিক কর্মকর্তা। এবার একই কারণে বিবিসি রেডিওর ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকেও।
গত পরশু বৃহস্পতিবার ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক কলামে বলা হয়েছে, কয়েক বছর আগে ম্যাচ চলাকালীন আজিম রফিকসহ তিন এশিয়ান ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ভন। টেলিগ্রাফ লিখেছে, একসঙ্গে মাঠ ছাড়ার সময় তিন এশিয়ান ক্রিকেটারকে লক্ষ্য করে ভন ধারাভাষ্য প্যানেলে বলেছিলেন, ‘এদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত।’
টেলিগ্রাফের এই কলামের পর গতকাল ভনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিবিসি। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে নিই। ভনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে তা পুরোনো। মাইকেল বিষয়টি জোরের সঙ্গে অস্বীকার করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত, মাইকেল এখন থেকে বিবিসি ফাইভের সরাসরি অনুষ্ঠান ও ভন’স শোয়ে আর উপস্থাপক হিসেবে থাকছেন না।’
ইয়র্কশায়ারের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে ‘জাতিগত বিদ্বেষের’ অভিযোগ তুলেছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। বিদ্বেষমূলক মন্তব্যে লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ করেছিলেন রফিক। অভিযোগ আমলে নিয়ে গত বছর থেকে তদন্ত শুরু করে ইয়র্কশায়ার। অভিযোগ মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেছেন ক্লাবটির সভাপতি রজার হাটনসহ তিন কর্মকর্তা। দলটি হারাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। একই অভিযোগ আছে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালেন্সের দিকেও। ব্যালেন্স নিজেও স্বীকার করেছেন যে কিছু কিছু সময় সতীর্থদের দিকে বৈষম্যমূলক মন্তব্য করতেন এবং এ নিয়ে তিনি অনুতপ্তও।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে