বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হেরে গেল জিম্বাবুয়ের কাছে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২৩: ২০
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে বিশাল সংবর্ধনার পর হার্দিক পান্ডিয়ারা এখন বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে এই দলকে ভারতের ‘বি’ দল বলা যায়। বিরাট কোহলি­-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজা বিদায় নেওয়া পর নতুন প্রজন্ম তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেটির অংশ হিসেবে বিশ্বকাপ শেষ না হতেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিকল্প একটি দল তারা পাঠিয়েছে জিম্বাবুয়েতে। 

যে দলই পাঠাক বিসিসিআই, পরিসংখ্যানে তো আর লেখা থাকবে না কোন ভারতীয় দল খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট তো আন্তর্জাতিক ক্রিকেটই। ম্যাচের ফল দেখে তাই বলতে হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। হারারেতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে কোনোভাবে ৯ উইকেটে ১১৫ রানের একটা স্কোর দাঁড় করায়। 

জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিংয়ে ওই স্কোর পাহাড়সম হয়ে যায় ভারতের সামনে। ভারতের এই ব্যাটিং লাইনআপকে একেবারে দুর্বল ভাবারও কোনো কারণ নেই। আইপিএলের সুবাদে সবাই সুপরিচিত। সবারই তারকাখ্যাতি আছে। কিন্তু অভিষেক শর্মা (০), রুতুরাজ (৭), রিয়ান পরাগ (২), রিংকু সিং (০)—কেউ নামের সুবিচার করতে পারেননি। গিল বাদে টপ অর্ডার, মিডল অর্ডারের কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের বোলারদের সামনে। 

১৭ ওভারের মধ্যে ৮৬ রানে ৯ উইকেট হারানো ভারতের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ভারতের দরকার ছিল ৩০ রান। ১৮তম ওভারে ১২ রান তুলে হারের আগে না হারার প্রত্যয় দেখানো ওয়াশিংটন শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। পেরে ওঠেনি ভারতও। শেষ ওভারের ১৬ রানের সমীকরণ না মেলাতে পারা ভারত ম্যাচ হেরেছে ১৩ রানে, সফরকারীরা ১৯.৫ ওভারে অলআউট ১০২ রানে। সিকান্দার রাজা আর টেন্ডাই চাতারা ৩টি করে উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন ভারতকে। 

টি-টোয়েন্টিতে দুই দলের ১০ সাক্ষাতে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ভারতকে হারিয়ে হারারেতে জিম্বাবুয়েনরা মেতে উঠেছে জয়োৎসবে। অথচ কে বলবে এই জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলারই সুযোগ পায়নি। আর সদ্য বিশ্বকাপ জিতে ঘরে ফেরা বিরাট-রোহিত-জাদেজারা বিশ্রামের ফাঁকেই দেখলেন তাঁদের পরের প্রজন্মের যাত্রাটা শুরু হয়েছে হার দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত