Ajker Patrika

ভারত একতরফা সিদ্ধান্ত নিয়েছে, বলছে পিসিবি

ক্রীড়া ডেস্ক
ভারত একতরফা সিদ্ধান্ত নিয়েছে, বলছে পিসিবি

২০২৩ এশিয়া কাপ শুরু হতে এখনো অনেক দেরী। কিন্তু এই ইস্যুতে এখনই মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ পরবর্তী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর বিসিসিআইয়ের চাওয়া, টুর্নামেন্টটি হোক নিরপেক্ষ ভেন্যুতে। প্রতিক্রিয়ায় পিসিবি বলছে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত একতরফা।

মুম্বাইয়ে গতকাল হয়েছে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সভা। সেই সভা শেষে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, তারা পাকিস্তানে যাবেন না। ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছেন তিনি। জয় শাহ’র এ কথার পরিপ্রেক্ষিতেই পিসিবি বলেছে, ‘জনাব শাহের এশিয়া কাপের ভেন্যু বদলানোর বিবৃতি পুরোপুরি একতরফা। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দর্শন এবং চিন্তা চেতনার পরিপন্থী।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পিসিবির মতে, জয়ের এই বক্তব্য আগামী বিশ্বকাপ তো বটেই, পরবর্তী চক্রে ভারতে আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তান দলের খেলতে যাওয়ার  ব্যাপারে প্রভাব ফেলতে পারে। পিসিবির বক্তব্য, ‘এমন বক্তব্য এশিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করে ফেলেছে। ২০২৩ বিশ্বকাপে এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে পাকিস্তানের খেলতে যাওয়ায় প্রভাব ফেলতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত