‘আজ স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। আজ তাঁর স্ত্রী দোলা হোসেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই দম্পতির ঘরে একজন ছেলেও রয়েছে। 

কন্যা সন্তানের বাবার হওয়ার ব্যাপারটি রুবেল নিজেই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। ফেসবুকে নবজাতককে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

বাংলাদেশের পতাকা আর দুই হাতে দোয়ার ইমোজি জুড়ে দিয়ে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’ 

কঠিন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বেশ কিছু দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত