ক্রীড়া ডেস্ক
মরার ওপর খাঁড়ার ঘা বলতে যা বোঝায়, সেটাই হলো রিস টপলির সঙ্গে। চোটে পড়ে এমনিতেই পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও পেয়েছেন শাস্তি।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর অসদাচরণের কারণে টপলির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আইসিসি সেটা নিশ্চিত করেছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ক্রিকেট কিংবা মাঠের কোনো যন্ত্রপাতির বাজে ব্যবহার করার অপরাধে এমন শাস্তি পেয়েছেন টপলি। ইংল্যান্ডের বাঁহাতি পেসারকে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি দিয়েছেন। টপলি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বার্বাডোজে শনিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে টপলিকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। এরপর আর বোলিং করতে পারেননি টপলি। মাঠ ছাড়ার পর ডাগআউটে চেয়ার ভেঙেছিলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার। ২.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচ করেছিলেন। তবে কোনো উইকেট পাননি। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে ২ উইকেটে ১৮৯ তুলে ফেলে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিও ইংল্যান্ড জিতেছে হেসেখেলে। একই মাঠে রোববার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা জিতেছে ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৩১ বল হাতে রেখে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
গত ২৪ মাসে টপলির এটা প্রথম অপরাধ। এই সময়ে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে ইংল্যান্ডের বাঁহাতি পেসারের ওপর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চেয়ার ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে কোনো শাস্তি তখন তিনি পাননি।
মরার ওপর খাঁড়ার ঘা বলতে যা বোঝায়, সেটাই হলো রিস টপলির সঙ্গে। চোটে পড়ে এমনিতেই পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও পেয়েছেন শাস্তি।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর অসদাচরণের কারণে টপলির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আইসিসি সেটা নিশ্চিত করেছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ক্রিকেট কিংবা মাঠের কোনো যন্ত্রপাতির বাজে ব্যবহার করার অপরাধে এমন শাস্তি পেয়েছেন টপলি। ইংল্যান্ডের বাঁহাতি পেসারকে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি দিয়েছেন। টপলি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বার্বাডোজে শনিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে টপলিকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। এরপর আর বোলিং করতে পারেননি টপলি। মাঠ ছাড়ার পর ডাগআউটে চেয়ার ভেঙেছিলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার। ২.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচ করেছিলেন। তবে কোনো উইকেট পাননি। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে ২ উইকেটে ১৮৯ তুলে ফেলে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিও ইংল্যান্ড জিতেছে হেসেখেলে। একই মাঠে রোববার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা জিতেছে ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৩১ বল হাতে রেখে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
গত ২৪ মাসে টপলির এটা প্রথম অপরাধ। এই সময়ে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে ইংল্যান্ডের বাঁহাতি পেসারের ওপর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চেয়ার ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে কোনো শাস্তি তখন তিনি পাননি।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে