নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার নিতে ডাক পেয়েও পরে ম্যাচ রেফারির সিদ্ধান্ত বদলে যাওয়ায় সেটি আর হাতে তোলা হয়নি নাহিদ রানার। গতকাল পুরস্কার নিতে এসে তাই একটু রসিকতা করে নাহিদ বললেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচ, নিশ্চিত তো?’ পুরস্কারও তিনি নিতে এলেন একটু দেরি করে।
বিকেলের দিকে খরতাপের মধ্যে হঠাৎ কালবৈশাখী উঠেছিল গতকাল। মিরপুরে ঝড় তুলেছিলেন নাহিদও। তাঁর তোপে মোহামেডানকে ২২৭ রানে আটকে ফেলে শাইনপুকুর। ৪৫ রানে নাহিদের শিকার ৫ উইকেট। ১১৬ রানে শাইনপুকুরের ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডানও। তখনই বৃষ্টি এসে কিছু সময় নষ্ট করলে খেলার নিষ্পত্তি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ৩০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য পায় শাইনপুকুর। ২৭ ওভারে অনায়াসে সে রান তাড়া করে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে আকবর আলীর দল।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ড শেষে সুপার লিগের লাইনআপ অনেকটাই পরিষ্কার। ১২ দলের মধ্যে নিচের ৫টি দলের কোনো সুযোগ নেই সুপার লিগে যাওয়ার। টানা ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আবাহনী এবং ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে আছে আবাহনী।
বাকি চারটি জায়গা নিয়ে পাঁচ দলের মধ্যে জমে উঠেছে দারুণ লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শাইনপুকুর। সমান ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে চারে। প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান ১২ পয়েন্ট। প্রতিটি দলের এখনো ১টি করে ম্যাচ বাকি। নেট রেনরেট ও পয়েন্টে শাইনপুকুর ও মোহামেডানের সুপার লিগের পথ কিছুটা সহজ হয়ে আছে। মোহামেডান নিজেদের শেষ ম্যাচে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। ছয়ে থাকা দলটি লিগ পর্বের শেষ ম্যাচে খেলবে শক্তিশালী শাইনপুকুরের বিপক্ষে।
প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের শেষ ম্যাচ খেলবে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। গতকালও বিকেএসপিতে অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরির (১০৬) দিনে রূপগঞ্জ টাইগার্সের কাছে ডিএলএস পদ্ধতিতে সিটি ক্লাব হেরেছে ৫ রানে। আরেক ম্যাচে ফতুল্লায় ১৩০ রানের বড় ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
তামিম ইকবালের প্রাইম ব্যাংক শেষ ম্যাচ খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে, যারা পয়েন্ট টেবিলে এখন ১১ নম্বরে আছে। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ এপ্রিল। পয়েন্ট টেবিলের নিচের ৫টি দলের মধ্যে চলছে রেলিগেশন লিগ এড়ানোর লড়াই। পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলের মধ্যে হবে রেলিগেশন লিগ।
আগের ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার নিতে ডাক পেয়েও পরে ম্যাচ রেফারির সিদ্ধান্ত বদলে যাওয়ায় সেটি আর হাতে তোলা হয়নি নাহিদ রানার। গতকাল পুরস্কার নিতে এসে তাই একটু রসিকতা করে নাহিদ বললেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচ, নিশ্চিত তো?’ পুরস্কারও তিনি নিতে এলেন একটু দেরি করে।
বিকেলের দিকে খরতাপের মধ্যে হঠাৎ কালবৈশাখী উঠেছিল গতকাল। মিরপুরে ঝড় তুলেছিলেন নাহিদও। তাঁর তোপে মোহামেডানকে ২২৭ রানে আটকে ফেলে শাইনপুকুর। ৪৫ রানে নাহিদের শিকার ৫ উইকেট। ১১৬ রানে শাইনপুকুরের ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডানও। তখনই বৃষ্টি এসে কিছু সময় নষ্ট করলে খেলার নিষ্পত্তি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ৩০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য পায় শাইনপুকুর। ২৭ ওভারে অনায়াসে সে রান তাড়া করে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে আকবর আলীর দল।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ড শেষে সুপার লিগের লাইনআপ অনেকটাই পরিষ্কার। ১২ দলের মধ্যে নিচের ৫টি দলের কোনো সুযোগ নেই সুপার লিগে যাওয়ার। টানা ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আবাহনী এবং ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে আছে আবাহনী।
বাকি চারটি জায়গা নিয়ে পাঁচ দলের মধ্যে জমে উঠেছে দারুণ লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শাইনপুকুর। সমান ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে চারে। প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান ১২ পয়েন্ট। প্রতিটি দলের এখনো ১টি করে ম্যাচ বাকি। নেট রেনরেট ও পয়েন্টে শাইনপুকুর ও মোহামেডানের সুপার লিগের পথ কিছুটা সহজ হয়ে আছে। মোহামেডান নিজেদের শেষ ম্যাচে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। ছয়ে থাকা দলটি লিগ পর্বের শেষ ম্যাচে খেলবে শক্তিশালী শাইনপুকুরের বিপক্ষে।
প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের শেষ ম্যাচ খেলবে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। গতকালও বিকেএসপিতে অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরির (১০৬) দিনে রূপগঞ্জ টাইগার্সের কাছে ডিএলএস পদ্ধতিতে সিটি ক্লাব হেরেছে ৫ রানে। আরেক ম্যাচে ফতুল্লায় ১৩০ রানের বড় ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
তামিম ইকবালের প্রাইম ব্যাংক শেষ ম্যাচ খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে, যারা পয়েন্ট টেবিলে এখন ১১ নম্বরে আছে। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ এপ্রিল। পয়েন্ট টেবিলের নিচের ৫টি দলের মধ্যে চলছে রেলিগেশন লিগ এড়ানোর লড়াই। পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলের মধ্যে হবে রেলিগেশন লিগ।
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের
৫ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের
৬ ঘণ্টা আগেদারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
১০ ঘণ্টা আগেক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
১০ ঘণ্টা আগে