Ajker Patrika

কঠিন পরীক্ষা তামিম-মাশরাফিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১: ৫৫
কঠিন পরীক্ষা তামিম-মাশরাফিদের

আগের ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার নিতে ডাক পেয়েও পরে ম্যাচ রেফারির সিদ্ধান্ত বদলে যাওয়ায় সেটি আর হাতে তোলা হয়নি নাহিদ রানার। গতকাল পুরস্কার নিতে এসে তাই একটু রসিকতা করে নাহিদ বললেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচ, নিশ্চিত তো?’ পুরস্কারও তিনি নিতে এলেন একটু দেরি করে। 

বিকেলের দিকে খরতাপের মধ্যে হঠাৎ কালবৈশাখী উঠেছিল গতকাল। মিরপুরে ঝড় তুলেছিলেন নাহিদও। তাঁর তোপে মোহামেডানকে ২২৭ রানে আটকে ফেলে শাইনপুকুর। ৪৫ রানে নাহিদের শিকার ৫ উইকেট। ১১৬ রানে শাইনপুকুরের ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডানও। তখনই বৃষ্টি এসে কিছু সময় নষ্ট করলে খেলার নিষ্পত্তি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ৩০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য পায় শাইনপুকুর। ২৭ ওভারে অনায়াসে সে রান তাড়া করে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে আকবর আলীর দল। 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ড শেষে সুপার লিগের লাইনআপ অনেকটাই পরিষ্কার। ১২ দলের মধ্যে নিচের ৫টি দলের কোনো সুযোগ নেই সুপার লিগে যাওয়ার। টানা ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আবাহনী এবং ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে আছে আবাহনী। 

বাকি চারটি জায়গা নিয়ে পাঁচ দলের মধ্যে জমে উঠেছে দারুণ লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শাইনপুকুর। সমান ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে চারে। প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান ১২ পয়েন্ট। প্রতিটি দলের এখনো ১টি করে ম্যাচ বাকি। নেট রেনরেট ও পয়েন্টে শাইনপুকুর ও মোহামেডানের সুপার লিগের পথ কিছুটা সহজ হয়ে আছে। মোহামেডান নিজেদের শেষ ম্যাচে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। ছয়ে থাকা দলটি লিগ পর্বের শেষ ম্যাচে খেলবে শক্তিশালী শাইনপুকুরের বিপক্ষে। 

প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের শেষ ম্যাচ খেলবে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। গতকালও বিকেএসপিতে অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরির (১০৬) দিনে রূপগঞ্জ টাইগার্সের কাছে ডিএলএস পদ্ধতিতে সিটি ক্লাব হেরেছে ৫ রানে। আরেক ম্যাচে ফতুল্লায় ১৩০ রানের বড় ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

তামিম ইকবালের প্রাইম ব্যাংক শেষ ম্যাচ খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে, যারা পয়েন্ট টেবিলে এখন ১১ নম্বরে আছে। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ এপ্রিল। পয়েন্ট টেবিলের নিচের ৫টি দলের মধ্যে চলছে রেলিগেশন লিগ এড়ানোর লড়াই। পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলের মধ্যে হবে রেলিগেশন লিগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত