ক্রীড়া ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।
এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।
এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।
হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগেবাংলাদেশ সময় আজ বিকেল ৮টায় মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের মুম্বাই।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আজ উৎসবের আমেজ। ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন তাঁদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন।
৩ ঘণ্টা আগে