ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে ধবলধোলাই করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথমবার টেস্ট ও সিরিজ জয়, দুটোই করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। ভারতের বিপক্ষেও কখনো টেস্ট জিততে পারেনি—এমন পরিসংখ্যান নিয়েই গিয়েছেন তাঁরা।
আগামীকাল থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের সিরিজের প্রথম টেস্ট। ভারতের বিপক্ষেও নিজেদের ছন্দটা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর কণ্ঠে ছিল দারুণ কিছুরই প্রত্যয়, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা (ভারত) নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজটি। এরই মধ্যে ভারত দুবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। নিজেদের মাঠে সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে তারা ৪-১ ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত করেছিল। বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরা দল নিয়েই খেলছে তারা।
প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো করেই জানা শান্তর। এ জন্য তাদের নিয়ে বেশি চিন্তা করতে চান না বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে, এখানে ভালো ক্রিকেট খেলার। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’
শান্ত লক্ষ্য স্থির করেছেন ম্যাচ জয়ে, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের ফল নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’
এ পর্যন্ত ১৩ টেস্টে ভারত-বাংলাদেশের দেখা হয়েছে। এর মধ্যে ১১ টেস্টে হার ও দুটি ড্র করেছে বাংলাদেশ। পাঁচটি হার ছিল ইনিংস ব্যবধানে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় বৃষ্টির কারণে দুটি টেস্ট করেছিল বাংলাদেশ। এমন ফল নিয়ে পাকিস্তানে গিয়ে দারুণ ফল অর্জন করেছে তারা।
তবে হার-জিত নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন দলে। বেশিরভাগই ক্রিকেটারই পরিপক্ব।
হার-জিতে এখন তাঁদের আবেগতাড়িত করে না বললেন শান্ত, ‘হ্যাঁ, কারণ অনেকেই ১০–১৫ বছর ধরে খেলছে। বেশির ভাগই অভিজ্ঞতাসম্পন্ন, তাই কয়েক বছর ধরে কেউ সেভাবে আবেগাক্রান্ত হয় না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। শুধু নিজেদের খেলা নিয়েই ভাবী। হারলে কিংবা জিতলে কী হবে, সেটা নিয়ে ভাবি না। নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করি।’
পাকিস্তানকে ধবলধোলাই করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথমবার টেস্ট ও সিরিজ জয়, দুটোই করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। ভারতের বিপক্ষেও কখনো টেস্ট জিততে পারেনি—এমন পরিসংখ্যান নিয়েই গিয়েছেন তাঁরা।
আগামীকাল থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের সিরিজের প্রথম টেস্ট। ভারতের বিপক্ষেও নিজেদের ছন্দটা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর কণ্ঠে ছিল দারুণ কিছুরই প্রত্যয়, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা (ভারত) নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজটি। এরই মধ্যে ভারত দুবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। নিজেদের মাঠে সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে তারা ৪-১ ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত করেছিল। বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরা দল নিয়েই খেলছে তারা।
প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো করেই জানা শান্তর। এ জন্য তাদের নিয়ে বেশি চিন্তা করতে চান না বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে, এখানে ভালো ক্রিকেট খেলার। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’
শান্ত লক্ষ্য স্থির করেছেন ম্যাচ জয়ে, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের ফল নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’
এ পর্যন্ত ১৩ টেস্টে ভারত-বাংলাদেশের দেখা হয়েছে। এর মধ্যে ১১ টেস্টে হার ও দুটি ড্র করেছে বাংলাদেশ। পাঁচটি হার ছিল ইনিংস ব্যবধানে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় বৃষ্টির কারণে দুটি টেস্ট করেছিল বাংলাদেশ। এমন ফল নিয়ে পাকিস্তানে গিয়ে দারুণ ফল অর্জন করেছে তারা।
তবে হার-জিত নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন দলে। বেশিরভাগই ক্রিকেটারই পরিপক্ব।
হার-জিতে এখন তাঁদের আবেগতাড়িত করে না বললেন শান্ত, ‘হ্যাঁ, কারণ অনেকেই ১০–১৫ বছর ধরে খেলছে। বেশির ভাগই অভিজ্ঞতাসম্পন্ন, তাই কয়েক বছর ধরে কেউ সেভাবে আবেগাক্রান্ত হয় না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। শুধু নিজেদের খেলা নিয়েই ভাবী। হারলে কিংবা জিতলে কী হবে, সেটা নিয়ে ভাবি না। নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করি।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২৫ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে