ক্রীড়া ডেস্ক
প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিভরা শ্রীলঙ্কান সমর্থক। নিজেদের মাঠে শ্রীলঙ্কার আরেকটি এশিয়া কাপ জয়ের সাক্ষী হতেই হয়তোবা এসেছিলেন তাঁরা। কিন্তু মাঠে দাসুন শানাকারা যেন মুদ্রার উল্টো পিঠ দেখালেন। ড্রেসিংরুম থেকে শ্রীলঙ্কান ব্যাটারদের আসা-যাওয়ার দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকত হলো সমর্থকদের।
ওয়ানডে সংস্করণে কোনো টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন স্কোর–৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে শুভমান গিল ও ইশান কিষান ৬.১ ওভারেই ভারতকে ১০ উইকেটের জয় এনে দেন। তাতে এশিয়া কাপে এ নিয়ে ৮ম বার চ্যাম্পিয়ন হলো ভারত। গিল ১৯ বলে ২৭ এবং কিষান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপের ইতিহাসে উইকেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তা–ই নয়, বলের দিক থেকেও যেকোনো টুর্নামেন্টের ওয়ানডে ফাইনালে সবচেয়ে বড় জয়ও এটি–২৬৩ বল হাতে রেখে।
এশিয়া কাপের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচও। ২১.৩ ওভারে শেষ হয়ে গেল ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর।
প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।
সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে ট্রফি ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ট্রফি ধরে রাখার মতো কোনো পারফরম্যান্সই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
ভারতের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রিত বুমরা নিয়েছেন একটি উইকেট। এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের পর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ভারতের পেস বোলাররা।
প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিভরা শ্রীলঙ্কান সমর্থক। নিজেদের মাঠে শ্রীলঙ্কার আরেকটি এশিয়া কাপ জয়ের সাক্ষী হতেই হয়তোবা এসেছিলেন তাঁরা। কিন্তু মাঠে দাসুন শানাকারা যেন মুদ্রার উল্টো পিঠ দেখালেন। ড্রেসিংরুম থেকে শ্রীলঙ্কান ব্যাটারদের আসা-যাওয়ার দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকত হলো সমর্থকদের।
ওয়ানডে সংস্করণে কোনো টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন স্কোর–৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে শুভমান গিল ও ইশান কিষান ৬.১ ওভারেই ভারতকে ১০ উইকেটের জয় এনে দেন। তাতে এশিয়া কাপে এ নিয়ে ৮ম বার চ্যাম্পিয়ন হলো ভারত। গিল ১৯ বলে ২৭ এবং কিষান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপের ইতিহাসে উইকেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তা–ই নয়, বলের দিক থেকেও যেকোনো টুর্নামেন্টের ওয়ানডে ফাইনালে সবচেয়ে বড় জয়ও এটি–২৬৩ বল হাতে রেখে।
এশিয়া কাপের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচও। ২১.৩ ওভারে শেষ হয়ে গেল ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর।
প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।
সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে ট্রফি ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ট্রফি ধরে রাখার মতো কোনো পারফরম্যান্সই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
ভারতের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রিত বুমরা নিয়েছেন একটি উইকেট। এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের পর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ভারতের পেস বোলাররা।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২২ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে