ক্রীড়া ডেস্ক
শেষ কবে ইউএস ওপেনের পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন কোনো আমেরিকান? উত্তর ২০০৩ সালে; চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ড রডিক। সেই রডিকই শেষবারের মতো আমেরিকান হিসেবে ২০০৬ সালে ফ্ল্যাশিং মিডোয় খেলেছিলেন ফাইনাল। ১৮ বছর পর ইউএস ওপেনের পুরুষ বিভাগে আবার কোনো আমেরিকান ফাইনাল খেলতে যাচ্ছেন!
ইউএস ওপেনের শেষ আটের সব খেলা এখনো শেষ হয়নি, তার মধ্যেই আবার কোনো আমেরিকানের ফাইনালে উঠে যাওয়া কোন হিসেবে? আসলে পরশু কোয়ার্টার ফাইনালে জিতেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। তাঁরাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবেন। ফলে ‘অল আমেরিকান’ সেমিফাইনালে যেই জিতুন, ফাইনালে এক আমেরিকান থাকছেনই।
সবশেষ ২০০৫ সালে ছেলেদের বিভাগে অল আমেরিকান ফাইনাল দেখেছিল ইউএস ওপেন। সেবার শেষ চারে লড়েছিলেন আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রি। ১৮ বছর পর আবার ইউএস ওপেন দেখবে দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনাল। পরশু কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ফ্রিটজ ৭-৬ (৭ /২),৩-৬, ৬-৪,৭-৬ (৭ /৩) গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভকে। আর বিশতম বাছাই তিয়াফি ৬-৩,৬-৭ (৫ /৭),৬-৩, ৪-১ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার নবম বাছাই গ্রিগর দিমিত্রভকে।
দুই বাছাই তারকা জভেরভ ও দিমিত্রভের বিদায় পুরুষ বিভাগের ইউএস ওপেন আরও উন্মুক্ত হয়ে পড়ল। এর আগেই বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং প্রাক টুর্নামেন্ট অন্যতম ফেবারিট কার্লোস আলকারাস। সব মিলিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকের মনের কথাটাকেই বললেন আমেরিকান তিয়াফো, ‘এখানে কেউই অজেয় নয়।’
মেয়েদের বিভাগে পরশু সেমিফাইনাল নিশ্চিত করেছেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। নাভারো হারিয়েছেন স্পেনের পলা বাদোসাকে আর সাবালেঙ্কা চীনের ঝেং কুইনওয়েনকে।
শেষ কবে ইউএস ওপেনের পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন কোনো আমেরিকান? উত্তর ২০০৩ সালে; চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ড রডিক। সেই রডিকই শেষবারের মতো আমেরিকান হিসেবে ২০০৬ সালে ফ্ল্যাশিং মিডোয় খেলেছিলেন ফাইনাল। ১৮ বছর পর ইউএস ওপেনের পুরুষ বিভাগে আবার কোনো আমেরিকান ফাইনাল খেলতে যাচ্ছেন!
ইউএস ওপেনের শেষ আটের সব খেলা এখনো শেষ হয়নি, তার মধ্যেই আবার কোনো আমেরিকানের ফাইনালে উঠে যাওয়া কোন হিসেবে? আসলে পরশু কোয়ার্টার ফাইনালে জিতেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। তাঁরাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবেন। ফলে ‘অল আমেরিকান’ সেমিফাইনালে যেই জিতুন, ফাইনালে এক আমেরিকান থাকছেনই।
সবশেষ ২০০৫ সালে ছেলেদের বিভাগে অল আমেরিকান ফাইনাল দেখেছিল ইউএস ওপেন। সেবার শেষ চারে লড়েছিলেন আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রি। ১৮ বছর পর আবার ইউএস ওপেন দেখবে দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনাল। পরশু কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ফ্রিটজ ৭-৬ (৭ /২),৩-৬, ৬-৪,৭-৬ (৭ /৩) গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভকে। আর বিশতম বাছাই তিয়াফি ৬-৩,৬-৭ (৫ /৭),৬-৩, ৪-১ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার নবম বাছাই গ্রিগর দিমিত্রভকে।
দুই বাছাই তারকা জভেরভ ও দিমিত্রভের বিদায় পুরুষ বিভাগের ইউএস ওপেন আরও উন্মুক্ত হয়ে পড়ল। এর আগেই বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং প্রাক টুর্নামেন্ট অন্যতম ফেবারিট কার্লোস আলকারাস। সব মিলিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকের মনের কথাটাকেই বললেন আমেরিকান তিয়াফো, ‘এখানে কেউই অজেয় নয়।’
মেয়েদের বিভাগে পরশু সেমিফাইনাল নিশ্চিত করেছেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। নাভারো হারিয়েছেন স্পেনের পলা বাদোসাকে আর সাবালেঙ্কা চীনের ঝেং কুইনওয়েনকে।
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
২০ মিনিট আগেতেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও...
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেল। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে। ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা...
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে