হঠাৎ আইসিসির একাধিক কর্মকর্তার পদত্যাগ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৮: ০০
Thumbnail image

২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হওয়ার ১৫ দিন যেতে না যেতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পদত্যাগের খবর শোনা যাচ্ছে। তাঁরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিলেন। 

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের গতকাল রাতে প্রকাশিত এক প্রতিবেদনে আইসিসির কর্মকর্তাদের পদত্যাগের কথা জানা গেছে। আইসিসির ইভেন্ট বিভাগের প্রধান ক্রিস টেটলি, বিপণন ও যোগাযোগ বিভাগের সাধারণ ব্যবস্থাপক ক্লেইরি ফার্লং—ক্রিকেটের অভিভাবক সংস্থার এই দুই শীর্ষ কর্মকর্তা চাকরি ছেড়েছেন বলে গতকাল প্রকাশ পেয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তাঁদের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ওয়েবসাইটির প্রতিবেদনে পাওয়া গেছে।  

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, আইসিসির পরিচালনা পর্ষদের কয়েক জন সদস্য যুক্তরাষ্ট্র অংশে বাজেট নিয়ে নয়ছয় করার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। সহকারী পরিচালক পঙ্কজ খিমজি হিসেব জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন। আইসিসির উন্নয়ন বিভাগের এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘জনাব খিমজি সকল সদস্যের কাছে চিঠি দিয়েছে। জানতে চেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশে টাকা পয়সার আয় ব্যয়ের হিসেব। এ ব্যাপারে শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী সভায় কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছিল। তবে পদত্যাগের ঘটনা এরই মধ্যে শুরু হয়েছে।’  ১৯ জুলাই কলম্বোতে হবে আইসিসির বার্ষিক সম্মেলন। ২২ জুলাই পর্যন্ত সেটা হওয়ার কথা।

নিউজ-১৮ ব্যাপারটি নিয়ে একের পর এক তদন্ত করলে যুক্তরাষ্ট্র অংশে  খরচের কোনো হিসেব পাওয়া যায়নি। আইসিসি ভেবেছিল টিকিটের দাম বাড়িয়ে খরচ পুষিয়ে নেবে। পরে তা আর সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘কোনো হিসেব ছাড়াই টাকা পয়সা খরচ করা হয়েছে। একটা নির্দিষ্ট অংশে হাজার হাজার ডলার খরচ করেছে।  কোনো পরিকল্পনাই ছিল না। যেমন খুশি তেমন টাকা-পয়সা খরচ করেছে।’

আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগের খবর গতকাল জানা গেলেও সংস্থাটির ভেতরের সূত্র জানিয়েছে, তাঁদের পদত্যাগ কয়েক মাস আগেই হয়েছে। এক সূত্রের বরাতে জানা গেছে, টেটলি ও ফার্লং দুজনই বাণিজ্যিক চক্রের শেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ কীভাবে আয়োজন করা হয়, সেটা দেখতে চেয়েছিলেন। সূত্র আরও জানিয়েছে যে তাঁরা কয়েক দিন আগে চাকরি ছেড়েছেন ঠিকই। কিন্তু আইসিসির সঙ্গে কয়েক মাস থাকবেন বলে জানা গেছে। এমনকি তাঁরা কলম্বোতে বার্ষিক সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। 

টেটলি ও ফার্লং যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউইয়র্কে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে নিবিড়ভাবে জড়িত ছিলেন। নিউইয়র্ক নিয়েই ঘটেছে যত আলোচিত ঘটনা। লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচে ব্যাটাররা রানের জন্য বেশ ধুঁকেছেন। টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখার পরিবর্তে বোলারদের দাপট দেখা গেছে। ১২০ বা তার কম লক্ষ্য দিয়েও ম্যাচ জেতার ঘটনা ঘটেছে। ড্রপ ইন পিচে ব্যাটারদের এমন সংগ্রামের বিষয় নিয়ে কলম্বোর সম্মেলনে আলোচনা করা হবে বলে জানা গেছে। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫৫ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে হয়েছে ৩৯ ম্যাচ। উইন্ডিজদের সঙ্গে সহ-আয়োজকের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রে হয়েছে ১৬ ম্যাচ। তাদের মধ্যে আটটিই হয়েছে নাসাউ কাউন্টিতে। এমনকি শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের মতো দলগুলো নিউইয়র্কে লজিস্টিকাল সমস্যা পড়েছে। বিশ্বকাপ চলাকালীন তারা অভিযোগ করেছে। দল দুটির টিম হোটেল ছিল নাসাউ কাউন্টি থেকে ৯০ মিনিট দূরত্বে ব্রুকলিনে। মডিউলার স্টেডিয়াম হিসেবে পরিচিত নাসাউ কাউন্টি পরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত