ক্রীড়া ডেস্ক
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এখন সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হওয়ার পালা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় পৌঁছেছে সেন্ট কিটস এন্ড নেভিসে।
ছবির মতো সুন্দর এই দ্বীপে সেন্ট কিটসে বাংলাদেশের রয়েছে ২০১৮ সালে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি। ছয় বছর পর এই ভেন্যুতে আবারও ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। বিমানবন্দরে নেমেই বাংলাদেশ অধিনায়ক মিরাজ জড়িয়ে ধরেছেন ড্যারেন স্যামিকে। বিমানবন্দরে থাকা সাংবাদিকেরা তখন স্যামির নামে উচ্চারণ করেছেন রাজশাহীর নাম। ২০১৬ বিপিএলে মিরাজ-স্যামি দুজনেই খেলেছিলেন রাজশাহী কিংসের কথা। তাতে হয়তো ৬ বছরের পুরোনো স্মৃতি মনে পড়েছে স্যামির। সেন্ট কিটস বিমানবন্দরে মিরাজ-স্যামির খুনসুটিটা ছিল চোখের জন্য প্রশান্তির।
সেবার সতীর্থ হলেও এবার মিরাজ, স্যামি একে অপরের প্রতিপক্ষ। দুজনের ভূমিকাও ভিন্ন। মিরাজ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। স্যামি ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচের দায়িত্বে থাকছেন। মিরাজও নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না উইন্ডিজকে। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইনশা আল্লাহ...অবশ্যই সিরিজ জিতব।’ ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে সবশেষ বাংলাদেশকে ২০১৮ সালে মিরপুরে হারাতে পেরেছিল উইন্ডিজ।
ওয়ানডে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সুলভ মূল্যে খেলা দেখার সুযোগ থাকলেও টি-টোয়েন্টির টিকিটের দাম বেশি। সেন্ট ভিনসেন্টের পার্টি স্ট্যান্ডের টিকিটের দাম ৬৫ ইস্ট ক্যারিবিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৮৬৫ টাকা।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এখন সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হওয়ার পালা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় পৌঁছেছে সেন্ট কিটস এন্ড নেভিসে।
ছবির মতো সুন্দর এই দ্বীপে সেন্ট কিটসে বাংলাদেশের রয়েছে ২০১৮ সালে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি। ছয় বছর পর এই ভেন্যুতে আবারও ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। বিমানবন্দরে নেমেই বাংলাদেশ অধিনায়ক মিরাজ জড়িয়ে ধরেছেন ড্যারেন স্যামিকে। বিমানবন্দরে থাকা সাংবাদিকেরা তখন স্যামির নামে উচ্চারণ করেছেন রাজশাহীর নাম। ২০১৬ বিপিএলে মিরাজ-স্যামি দুজনেই খেলেছিলেন রাজশাহী কিংসের কথা। তাতে হয়তো ৬ বছরের পুরোনো স্মৃতি মনে পড়েছে স্যামির। সেন্ট কিটস বিমানবন্দরে মিরাজ-স্যামির খুনসুটিটা ছিল চোখের জন্য প্রশান্তির।
সেবার সতীর্থ হলেও এবার মিরাজ, স্যামি একে অপরের প্রতিপক্ষ। দুজনের ভূমিকাও ভিন্ন। মিরাজ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। স্যামি ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচের দায়িত্বে থাকছেন। মিরাজও নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না উইন্ডিজকে। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইনশা আল্লাহ...অবশ্যই সিরিজ জিতব।’ ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে সবশেষ বাংলাদেশকে ২০১৮ সালে মিরপুরে হারাতে পেরেছিল উইন্ডিজ।
ওয়ানডে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সুলভ মূল্যে খেলা দেখার সুযোগ থাকলেও টি-টোয়েন্টির টিকিটের দাম বেশি। সেন্ট ভিনসেন্টের পার্টি স্ট্যান্ডের টিকিটের দাম ৬৫ ইস্ট ক্যারিবিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৮৬৫ টাকা।
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
৩৯ মিনিট আগেকাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে...
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
১৪ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
১৪ ঘণ্টা আগে