ভারতের বিপক্ষে জয়ে শুরু পাকিস্তানের যুবাদের

ক্রীড়া ডেস্ক   
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪১
Thumbnail image
পাকিস্তানের উইকেট উদ্‌যাপন। ছবি: পিসিবি

মোহাম্মদ ইনান রানআউট হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন পাকিস্তানের যুবারা। ভারতের বিপক্ষে জয় যে নিশ্চিত হয়ে গেছে! হোক না বয়সভিত্তিক দলের লড়াই, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়—উচ্ছ্বাসে মেতে না ওঠে কী থাকা যায়!

আজ দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। এটিই ছিল ‘এ’ গ্রুপে দুই দলের ছিল প্রথম ম্যাচ। পাকিস্তানের ২৮২ রানের জবাবে ভারত ৪৭.১ ওভারে অলআউট হয়েছে ২৩৮ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। উসমান খান ও শাহজাইব খান ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে জমা করেন ১৬০ রান। এই জুটি ভাঙেন আয়ুশ মাত্রে। ৬০ রান করে ফেরেন উসমান।

সতীর্থকে হারালেও ঝড় থামাননি শাহজাইব। সমার্ট নাগারাজের বলে বিদায়ের আগে ১৪৭ বলে ৫ চার ও ১০ ছয়ে ১৫৯ রান করেন তিনি। এরপর অবশ্য মুহাম্মদ রিয়াজউল্লাহ (২৭) ছাড়া আর কেউ পাকিস্তানের দুই অঙ্কের রানের ঘর ছুঁতে পারেননি। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন নাগারাজ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ৫১ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেই ধাক্কা সামাল দিয়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন নিখিল কুমার। তিনি ফিরলে জয়ের আশা আবারও ফিকে হতে বসে তাদের। তবে শেষ উইকেটে আবারও রোমাঞ্চ জমিয়ে তোলেন ইনান (৩০) ও যুদ্ধজিত গুহ (১৩*)। তবে দুজনে ৪০ রানের জুটি গড়লেও ভারতকে এনে দিতে পারেননি জয়।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আলী রেজা। ২টি করে উইকেট নিয়েছেন আবদুল সোবহান ও ফাহাম-উল-হক। ম্যাচসেরা হয়েছেন শাহজাইব। এই ম্যাচে ১ রানে ফিরেছেন এবারের আইপিএলে ১ কোটি রুপিতে বিক্রি হওয়া ১৩ বছর বয়সী ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত