Ajker Patrika

সবার আগে বাংলাদেশের বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২২: ৪৪
সবার আগে বাংলাদেশের বিদায়

৭টা ৫৩ মিনিট, ২৯ অক্টোবর
সবার আগে বাংলাদেশের বিদায় 

ওভারের প্রথম বলে দুই রান নিলেন আফিফ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক দিলেন মাহমুদউল্লাহকে। শেষ বলে বাংলাদেশের দরকার ৪ রান। বোলিং করছেন রাসেল। স্ট্রাইকে মাহমুদউল্লাহ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হেরে গেল বাংলাদেশ। এই হারে সবার আগে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিশ্চিত হলো সাকিব-মুশফিকদের।  

৭টা ৪৫ মিনিট, ২৯ অক্টোবর
৬ বলে দরকার ১৩ রান 

ব্রাভোকে প্রথম বলে মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। ওভারের শেষ বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে হোল্ডারের হাতে ধরা পড়লেন লিটন। ৪৩ বলে ৪৪ করে ফিরলেন লিটন। শেষ ওভারে বাংলাদেশের দরকার ১৩ রান। 

৭টা ৩৮ মিনিট, ২৯ অক্টোবর
১২ বলে বাংলাদেশের দরকার ২২ রান

রামপালের হাফভলি ফ্লিক করে চার মেরে ওভার শুরু করলেন লিটন। এই ওভারটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। রামপালের এই ওভার থেকে এল ৮ রান। ১২ বলে বাংলাদেশের দরকার ২২ রান। হাতে আছে ৬ উইকেট।   

৭টা ২৮ মিনিট, ২৯ অক্টোবর
২৪ বলে বাংলাদেশের দরকার ৩৩ রান

মাহমুদউল্লাহকে নিয়ে লড়ছে লিটন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছে এই দুজন। হোল্ডারের ১৬তম ওভার থেকে এল ১১ রান। উইকেটে সেট হয়েছেন দুজনই। ম্যাচ জিততে শেষ ২৪ বলে বাংলাদেশের দরকার ৩৩ রান। 

৭টা ১৭ মিনিট, ২৯ অক্টোবর
বোল্ড হয়ে গেলেন মুশফিক

স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে রবি রামপালের বলে বোল্ড গেলেন মুশফিক (৮)। সোজা ব্যাটেই যেখানে অনায়াসে রান আসছিল সেখানে উদ্ভাবনী শট খেলতে গিয়ে নিজেই বিপদ ডেকে আনলেন মুশফিক। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৩।   

৬টা ৫৮ মিনিট, ২৯ অক্টোবর
গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সৌম্য 

তৃতীয় উইকেটে ভালোই এগোচ্ছিলেন লিটন সৌম্য। এই দুজন মিলে ৩১ রান যোগ করার পর আকিল হোসেনের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিলেন সৌম্য। ১৩ বলে ১৭ রান করে ফিরলেন তিনি। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৫। 

৬টা ৪৯ মিনিট, ২৯ অক্টোবর
রানে কি ফিরতে পারবে সৌম্য-লিটন

এগিয়ে নিচ্ছেন লিটন-সৌম্য। তবে বলের সঙ্গে রানের  পার্থক্য কমাতে চালিয়ে খেলতে হবে কারণ প্রয়োজনীয় রান রেট ধীরে ধীরে বাড়ছে। ছন্দহীন লিটন-নাঈম কি আজ সব সমালোচনার জবাব দিতে পারবে? এরইমধ্যে উইকেটে থিতু হয়েছেন দুজনই। সৌম্য ১১ বলে ১৩ আর লিটন ১৮ বলে ১৫ রানে উইকেটে আছেন। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। ১০ ওভার শেষে উইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ৪৮।

৬টা ৩২ মিনিট, ২৯ অক্টোবর
সাকিবের পর ফিরলেন নাঈম 

সাকিবের পর আরেক ওপেনার নাঈমও ফিরলেন। হোল্ডারের বলে ব্যাটের কানাই লেগে বোল্ড হয়ে গেলেন নাঈম। লিটনের সঙ্গে উইকেটে এসে যোগ দিলেন সৌম্য। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২৯। ৬ ওভার শেষে উইন্ডিজেরও সংগ্রহ ছিল ২ উইকেটে ২৯। 

৬টা ২৮ মিনিট, ২৯ অক্টোবর
সাকিবকে ফেরালেন রাসেল 

ব্যাটিং অর্ডারের পরিবর্তন করেও ওপেনিং ব্যর্থতা থেকে বেরোতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ফিরলেন ১২ বলে ৯ রান করে।রাসেলের বলে মিড অফে জায়গায় দাঁড়িয়ে ক্যাচটি নিলেন হোল্ডার।  ওয়ানডাউনে এসেছেন ব্যর্থতার সমার্থক শব্দ হয়ে যাওয়া লিটন দাস। আজ কি এই বৃত্ত ভাঙতে পারবেন লিটন? ৫ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে  ২৬।    

 

৬টা ২০ মিনিট, ২৯ অক্টোবর
সাকিব - নাঈমের সাবধানী শুরু 

নাঈমকে নিয়ে বেশ সাকিবের শুরুটা বেশ সাবধানী। ধীরে ধীরে উইকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন দুজনই। ১৩ বলে ১১ রানে নাঈম আর ১১ বলে ৯ রানে সাকিব উইকেটে আছেন। ৪ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ২০ 

 

৬টা ৭ মিনিট, ২৯ অক্টোবর
ওপেনিংয়ে সাকিব 

নাঈমকে নিয়ে  ওপেনিংয়ে  সাকিব আল হাসান। এর আগে টি-টোয়েন্টিতে একাধিকবার ইনিংস উদ্বোধন করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজই প্রথম ওপেনিংয়ে এলেন  সাকিব। ওপেনিংয়ে ভুগছিলেন লিটন দাস। আজ তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে ওপরে ওঠে এলেন সাকিব। প্রথম ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪। 

৫টা ৫১ মিনিট, ২৯ অক্টোবর
তিন ছয়ের শেষ ওভার 

শেষ ওভারের প্রথম বলে ব্রাভোকে ক্যাচ বানালেন মোস্তাফিজ। তবে পরের দুই বলে ছয় হাঁকালেন এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ দলে ঢোকা জেসন হোল্ডার। শেষ বলেও ছক্কা হাঁকালেন পোলার্ড। এই ওভারে এক উইকেট নিয়ে ১৯ রান দিলেন মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে  ১৪২।    

৫টা ৪৩ মিনিট, ২৯ অক্টোবর
ভয়ংকর হয়ে ওঠা পুরানকে ফেরালেন শরীফুল 

শরীফুলের অফ স্টাম্পের  অনেক বাইরের বল তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন পুরান। ডিপ কাভারে ক্যাচটি নিলেন সৌম্য। ২২ বলে ৪০ রানের ইনিংস খেলতে চারটি ছয় হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পরের বলে চেজের স্টাম্প ওপরে ফেললেন শরীফুল। ৪ রান দিয়ে ২ উইকেট নিলেন এই তরুণ পেসার। ওয়েস্ট ইন্ডিজ ১২৩ / ৬,১৯ ওভার।  

৫টা ৩৭ মিনিট, ২৯ অক্টোবর
দুই ছয়ের ওভার 

মেহেদীকে জায়গা বানিয়ে নিয়ে মাথার ওপর দিয়ে  ছয় মেরে ওভার শুরু করেছেন পুরান। এক বল আবারও  লং অফের ওপর দিয়ে গ্যালারিতে ফেললেন পুরান। এর  আগে ১৬ তম ওভারেও সাকিবকে দুই ছয় হাঁকিয়েছিলেন পুরান। আর মেহেদীর এই ওভারে উইন্ডিজ তুলল ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজ ১১৯ / ৪,১৮ ওভার। 

৫টা ২৪ মিনিট, ২৯ অক্টোবর
সাকিবের ওভারে দুই সুযোগ হাতছাড়া 

সাকিবের বলে ক্যাচ তুলেছিলেন রোসটন চেজ। মিডউইকেটে সহজ ক্যাচ ফেললেন মেহেদী। এর আগে নিজের বলেই চেজের ক্যাচ ফেলেছিলেন তিনি। এক বল পরেই নিকোলাস পুরানকে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া করলেন লিটন। ওয়েস্ট ইন্ডিজ ৭০ / ৪,১৪ ওভার। 

৫টা ১২ মিনিট, ২৯ অক্টোবর
পোলার্ড উঠলেন, ফিরলেন রাসেল 

নিজের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন তাসকিন। ওভারের মাঝেই রিটায়ার হার্ট হয়ে উঠে গেলেন পোলার্ড। ১৬ বলে ৮ রান করা পোলার্ডের সময়টা ভালো যাচ্ছিল না, শেষ পর্যন্ত উঠেই গেলেন। তবে  যে কারণে উঠে গেলেন সেটি অবশ্য কাজে এল না। পরের বলে তাসকিনকে স্ট্রেইট ড্রাইভ খেললেন রোস্টন চেজ। তাসকিনের ফলো থ্রুয়ের সময় বলে পা লেগে স্টাম্প ভেঙে গেল আর উইকেটে আসা রাসেল উইকেটের বাইরে তখন। কোনো বল না খেলেই রান আউট হয়ে ফিরে যেতে হলো তাঁকে। কোটার ৪ ওভার বোলিং শেষ করলেন তাসকিন। রান দিলেন ১৭। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৬৫।   

১৬ বলে ৮ রান করে পোলার্ড স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন। পরে অবশ্য শেষ ওভারে আবার নেমেছেন

৪টা ৫৫ মিনিট, ২৯ অক্টোবর
ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছে বাংলাদেশ

প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ানদের ভালোই চাপে রেখেছেন বাংলাদেশ বোলাররা। দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মাত্র তিন রান দিয়েছেন সাকিব আল হাসান। ৩ উইকেট হারিয়ে এখনো দলীয় ফিফটি ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

৪টা ৩৯ মিনিট, ২৯ অক্টোবর
চেজ নয়, মেহেদী ফেরালেন হেটমায়ারকে 

রোস্টন চেজ দিয়েছিলেন ফিরতি ক্যাচ। তবে মেহেদীর হাত গলে বেরিয়ে যায়। চেজ ১ রান নিয়ে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ারকে। পরের বলে এবার ক্যাচ তুলে দিলেন হেটমায়ার। লং অফে দাঁড়ানো সৌম্য সরকার কোনো ভুল করলেন না । শারজার উইকেটে এই মুহূর্তে ক্যারিবীয় ব্যাটারদের নাচাচ্ছেন তরুণ মেহেদী। ৭ ওভার শেষে পোলার্ডের দলের রান ৩ উইকেটে ৩৩।

হেটমায়ারকে আউট করার পর মেহেদীকে অভিবাদন জানাচ্ছেন তাসকিন

৪টা ২৯ মিনিট, ২৯ অক্টোবর
গেইলকে বোল্ড করলেন মেহেদী

বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে মেহেদীর পরিসংখ্যান দুর্দান্ত। বাঁহাতিদের বিপক্ষে ওভার প্রতি রান দিয়েছেন ছয়ের কম। ইনিংসের প্রথম ওভারে গেইল-লুইসকে স্বস্তিতে খেলতে দেননি। পঞ্চম ওভারে এসে দারুণ এক লেংথ ডেলিভারিতে এবার  বোল্ডই করলেন গেইলকে। মেহেদীর ভেতরে ঢোকা বলে ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ক্যারিবীয় ওপেনার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩বার বাঁহাতিদের বিপক্ষে সাফল্য পেয়েছেন মেহেদী। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২১।

শারজায় প্রবাসী দর্শকদের উল্লাস

৪টা ১৪ মিনিট, ২৯ অক্টোবর
ক্যাচ দিয়ে ফিরলেন লুইস 

আরেক প্রান্ত থেকে দ্বিতীয় ওভারে এসেছেন একাদশে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। শেষ বলে ড্রাইভ করে তাসকিনকে চার মারলেন লুইস। তৃতীয় ওভারে নতুন বোলার মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই রান আউটের সুযোগ দিয়েছিলেন গেইল। সাকিবের সরাসরি থ্রো স্টাম্পে লাগলে নিশ্চিত আউট হতেন গেইল। ওভারের শেষ বলে লুইসকে ক্যাচ তুলে দিতে বাধ্য করালেন মোস্তাফিজ। স্কয়ার লেগে লুইসকে তালুবন্দী করলেন মুশফিকুর রহিম। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১২।   

৪টা ৫ মিনিট, ২৯ অক্টোবর
স্পিন দিয়ে শুরু 

স্পিন দিয়ে আক্রমণে বাংলাদেশ। নতুন বলে মেহেদী হাসান বেশ কার্যকরী। ভেতরে ঢোকা চতুর্থ বলটা লুইসের ব্যাটে না লাগলে বিপদ হতে পারত।   গেইল-লুইসের বিপক্ষে এই অফ ব্রেক বোলার প্রথম ওভারে দিলেন ৪ রান।   

৩টা ৫০ মিনিট, ২৯ অক্টোবর
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিতলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে, হারলে বিদায় নিশ্চিত। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্য আজকের ম্যাচের সমীকরণ এমনই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। 

এই সংস্করণে দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে অবশ্য একগাদা দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশকে। তলপেটের সমস্যায় এই ম্যাচে থাকছেন না উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। সেরা একাদশে নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এই দুজনের বদলে একাদশে ঢুকেছেন সৌম্য সরকার আর তাসকিন আহমেদ। 

বাংলাদেশ:  
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৩
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

ক্রীড়া ডেস্ক    
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।

এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

আর মাস ছয়েক পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকো-কোলার উদ্যোগে আসছে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবে বিশ্বকাপের মূল ট্রফিটি।

গতকাল কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপ ট্রফির মূল ট্রফি। যা স্থানীয় মানুষের জন্য নিয়ে আসবে অনন্য এক অভিজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত